এনামুলের (বায়ে) গোল উদযাপন
প্রিমিয়ার ফুটবল লীগে দ্বিতীয় পর্বে দুর্দান্ত শুরু ঢাকা আবাহনী। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা। জয়ী দলের হয়ে গাজী এনামুল ইসলাম দুটি, মোহাম্মদ ইব্রাহিম, জাফর ইকবাল, মো. হৃদয় ও মিরাজুল ইসলাম একটি করে গোল করেন। যদিও ম্যাচের শুরুতে সায়েম হোসেনের গোলে এগিয়ে ছিল ইয়ংমেন্সই। কিন্তু শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয় মতিঝিল পাড়ার ক্লাবটিকে। ১০ ম্যাচে ৭ জয়ে আবাহনী ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
সমান ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ৭ হারে আগের ৯ পয়েন্টে ৮ স্থানেই রয়েছে।
এদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। দাপুটে শুরু করা কিংস ২০ মিনিটে দারুণ বোঝাপড়ায় গোল পায়। বক্সের ওপরে সোহেল রানা জুনিয়রকে বল বাড়িয়ে ডিফেন্ডারদের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। ফিরতি থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে অনায়াসে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
২৮ মিনিটে বক্সে রাকিব হোসেনের শট রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিগেল ফিগেইরা দামাশেনো সফল স্পট কিকে ব্যবধান করেন দ্বিগুণ।
দশম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে মোহামেডান, ২৭ পয়েন্ট । ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো ঢাকা আবাহনী। তৃতীয় স্থানে থাকা কিংসের পয়েন্ট ২০। এই রাউন্ডের পর ফের শুরু হবে লীগের বিরতি। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই সামনে রেখে প্রস্তুতিতে নামবে বাংলাদেশ জাতীয় দল। এপ্রিলে একাদশ রাউন্ড দিয়ে ফের শুরু হবে লীগের দ্বিতীয় পর্ব।
এনামুলের (বায়ে) গোল উদযাপন
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রিমিয়ার ফুটবল লীগে দ্বিতীয় পর্বে দুর্দান্ত শুরু ঢাকা আবাহনী। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা। জয়ী দলের হয়ে গাজী এনামুল ইসলাম দুটি, মোহাম্মদ ইব্রাহিম, জাফর ইকবাল, মো. হৃদয় ও মিরাজুল ইসলাম একটি করে গোল করেন। যদিও ম্যাচের শুরুতে সায়েম হোসেনের গোলে এগিয়ে ছিল ইয়ংমেন্সই। কিন্তু শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয় মতিঝিল পাড়ার ক্লাবটিকে। ১০ ম্যাচে ৭ জয়ে আবাহনী ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
সমান ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ৭ হারে আগের ৯ পয়েন্টে ৮ স্থানেই রয়েছে।
এদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। দাপুটে শুরু করা কিংস ২০ মিনিটে দারুণ বোঝাপড়ায় গোল পায়। বক্সের ওপরে সোহেল রানা জুনিয়রকে বল বাড়িয়ে ডিফেন্ডারদের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। ফিরতি থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে অনায়াসে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
২৮ মিনিটে বক্সে রাকিব হোসেনের শট রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিগেল ফিগেইরা দামাশেনো সফল স্পট কিকে ব্যবধান করেন দ্বিগুণ।
দশম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে মোহামেডান, ২৭ পয়েন্ট । ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো ঢাকা আবাহনী। তৃতীয় স্থানে থাকা কিংসের পয়েন্ট ২০। এই রাউন্ডের পর ফের শুরু হবে লীগের বিরতি। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই সামনে রেখে প্রস্তুতিতে নামবে বাংলাদেশ জাতীয় দল। এপ্রিলে একাদশ রাউন্ড দিয়ে ফের শুরু হবে লীগের দ্বিতীয় পর্ব।