নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে এসি মিলান। বুধবার রাতে সান সিরোয় সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জেতে স্টেফানো পিওলির দল। দুই লেগ মিলিয়ে মিলানিরা জেতে ৪-১ ব্যবধানে।
প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে দাপটের সঙ্গেই জয়ের দেখা পায় এসি মিলান। ম্যাচের ৩৬তম মিনিটে লুকা ইয়োভিচের হেডে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আবারও ইয়োভিচ গোল করেন কাছ থেকে। শেষ মুহূর্তে রেইনডার্সের দুর্দান্ত শটে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডাচ মিডফিল্ডার।
চলতি মৌসুমে সিরি আয় শিরোপার দৌড়ে এগিয়ে আছে ইন্টার, চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে সেমি-ফাইনালে। কিন্তু এসি মিলানের বিপক্ষে এবারও ব্যর্থতার পরিচয় দিল তারা। মৌসুমে এখন পর্যন্ত মুখোমুখি চার ম্যাচে তিনটিতেই জিতল এসি মিলান, একটি হয়েছে ড্র।
এই হারে ট্রেবল জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল ইন্টারের। সামনে তাদের অপেক্ষা করছে রোমা ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে এসি মিলান। বুধবার রাতে সান সিরোয় সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জেতে স্টেফানো পিওলির দল। দুই লেগ মিলিয়ে মিলানিরা জেতে ৪-১ ব্যবধানে।
প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে দাপটের সঙ্গেই জয়ের দেখা পায় এসি মিলান। ম্যাচের ৩৬তম মিনিটে লুকা ইয়োভিচের হেডে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আবারও ইয়োভিচ গোল করেন কাছ থেকে। শেষ মুহূর্তে রেইনডার্সের দুর্দান্ত শটে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডাচ মিডফিল্ডার।
চলতি মৌসুমে সিরি আয় শিরোপার দৌড়ে এগিয়ে আছে ইন্টার, চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে সেমি-ফাইনালে। কিন্তু এসি মিলানের বিপক্ষে এবারও ব্যর্থতার পরিচয় দিল তারা। মৌসুমে এখন পর্যন্ত মুখোমুখি চার ম্যাচে তিনটিতেই জিতল এসি মিলান, একটি হয়েছে ড্র।
এই হারে ট্রেবল জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল ইন্টারের। সামনে তাদের অপেক্ষা করছে রোমা ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ।