ভিরাট কোহলির হঠাৎ অবসর নেয়ার সিদ্ধান্তে অবাক হননি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। বলেছেন ‘এক জন খেলবে কি খেলবে না, সেটা নির্ভর করে সম্পূর্ণ তার ওপর। তবে আমি অবাক হইনি। অস্ট্রেলিয়ায় যা হয়েছে তার পর বড় পরিবর্তন হতই। তাই ওর নেয়া সিদ্ধান্ত দেখে আমি অবাক হইনি।’
টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও ভিরাট কোহলি এক দিনের ক্রিকেট খেলবেন। রোহিত শর্মাও শুধু এক দিনের ক্রিকেট থেকেই অবসর নেননি। এমন অবস্থায় মনে করা হচ্ছে ২০২৭ বিশ্বকাপ খেলার জন্যই তারা দু’জনে এখনও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সুনীল গাভাস্কার তা মনে করছেন না।
এক দিনের বিশ্বকাপ এখনও দু’বছর বাকি। পাঁচ দিনের ব্যবধানে রোহিত এবং কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা দু’জনে একসঙ্গেই সেই ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এই বছর মার্চে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। এক দিনের ক্রিকেটে তাদের থামানো খুব কঠিন। ২০২৩ সালের বিশ্বকাপেও ফর্মে ছিলেন রোহিত-কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান পেয়েছিলেন। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপের দলে তাদের দেখছেন না গাভাস্কার।
ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, এক দিনের ক্রিকেটে ওরা দুর্দান্ত।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
ভিরাট কোহলির হঠাৎ অবসর নেয়ার সিদ্ধান্তে অবাক হননি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। বলেছেন ‘এক জন খেলবে কি খেলবে না, সেটা নির্ভর করে সম্পূর্ণ তার ওপর। তবে আমি অবাক হইনি। অস্ট্রেলিয়ায় যা হয়েছে তার পর বড় পরিবর্তন হতই। তাই ওর নেয়া সিদ্ধান্ত দেখে আমি অবাক হইনি।’
টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও ভিরাট কোহলি এক দিনের ক্রিকেট খেলবেন। রোহিত শর্মাও শুধু এক দিনের ক্রিকেট থেকেই অবসর নেননি। এমন অবস্থায় মনে করা হচ্ছে ২০২৭ বিশ্বকাপ খেলার জন্যই তারা দু’জনে এখনও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সুনীল গাভাস্কার তা মনে করছেন না।
এক দিনের বিশ্বকাপ এখনও দু’বছর বাকি। পাঁচ দিনের ব্যবধানে রোহিত এবং কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা দু’জনে একসঙ্গেই সেই ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এই বছর মার্চে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। এক দিনের ক্রিকেটে তাদের থামানো খুব কঠিন। ২০২৩ সালের বিশ্বকাপেও ফর্মে ছিলেন রোহিত-কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান পেয়েছিলেন। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপের দলে তাদের দেখছেন না গাভাস্কার।
ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, এক দিনের ক্রিকেটে ওরা দুর্দান্ত।