চেলসিতে এসেই বাজিমাত করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। নতুন ক্লাবে প্রথমবার শুরুর একাদশে নেমে জোড়া গোল করে দলকে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে তার দুর্দান্ত নৈপুণ্যে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসিকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।
খেলার শুরু থেকেই ছন্দে থাকা পেদ্রো ১৮ মিনিটেই দলের হয়ে প্রথম গোলটি করেন। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দলকে এগিয়ে দেন তিনি। শৈশবে যে ক্লাবে খেলেছেন, সেই ফ্লুমিনেসির বিপক্ষে গোল করেও উদযাপন করেননি ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২৬তম মিনিটে ফ্লুমিনেসি গোল শোধের সুযোগ পেলেও, চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার দক্ষতায় গোললাইন থেকে ফিরিয়ে দেওয়া হয় হারকিউলিসের শট। এর কয়েক মিনিট পর চেলসির এক ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজালেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করেন রেফারি।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আবারও আলো ছড়ান পেদ্রো। এনসো ফের্নান্দেসের পাস ধরে ডি-বক্সে ঢুকে ক্রসবারের নিচ দিয়ে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
শেষদিকে ফ্লুমিনেসি চাপ বাড়ালেও চেলসির রক্ষণভাগ ছিল দৃঢ়। ফলে আর কোনো গোল হয়নি ম্যাচে।
এ জয়ে চেলসি পা রাখল ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। পিএসজি নাকি রিয়াল মাদ্রিদ—শিরোপা লড়াইয়ে কার মুখোমুখি হবে তারা, তা জানা যাবে বুধবার দ্বিতীয় সেমিফাইনালের পর।
বুধবার, ০৯ জুলাই ২০২৫
চেলসিতে এসেই বাজিমাত করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। নতুন ক্লাবে প্রথমবার শুরুর একাদশে নেমে জোড়া গোল করে দলকে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে তার দুর্দান্ত নৈপুণ্যে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসিকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।
খেলার শুরু থেকেই ছন্দে থাকা পেদ্রো ১৮ মিনিটেই দলের হয়ে প্রথম গোলটি করেন। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দলকে এগিয়ে দেন তিনি। শৈশবে যে ক্লাবে খেলেছেন, সেই ফ্লুমিনেসির বিপক্ষে গোল করেও উদযাপন করেননি ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২৬তম মিনিটে ফ্লুমিনেসি গোল শোধের সুযোগ পেলেও, চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার দক্ষতায় গোললাইন থেকে ফিরিয়ে দেওয়া হয় হারকিউলিসের শট। এর কয়েক মিনিট পর চেলসির এক ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজালেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করেন রেফারি।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আবারও আলো ছড়ান পেদ্রো। এনসো ফের্নান্দেসের পাস ধরে ডি-বক্সে ঢুকে ক্রসবারের নিচ দিয়ে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
শেষদিকে ফ্লুমিনেসি চাপ বাড়ালেও চেলসির রক্ষণভাগ ছিল দৃঢ়। ফলে আর কোনো গোল হয়নি ম্যাচে।
এ জয়ে চেলসি পা রাখল ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। পিএসজি নাকি রিয়াল মাদ্রিদ—শিরোপা লড়াইয়ে কার মুখোমুখি হবে তারা, তা জানা যাবে বুধবার দ্বিতীয় সেমিফাইনালের পর।