বিপক্ষের মাঠে হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে হারে কাতালানরা। তবে প্রথম লেগে ৪-০ গোলের জয়ই শেষ চারে তাদের টিকিট নিশ্চিত করেছে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে সেমি নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল।
এই হারের মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার টানা ২৪ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল। ২০২৫ সালে এটাই তাদের প্রথম পরাজয়।
ম্যাচের শুরু থেকেই ডর্টমুন্ড চড়াও খেলতে থাকে। প্রথম ছয় মিনিটেই তারা তিনটি অর্ধ সুযোগ পায়। নবম মিনিটে বার্সেলোনা গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি বক্সে পাসকেল গ্রসকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে সেগু গিগাসি গোল করে এগিয়ে নেন দলকে।
৪৯তম মিনিটে কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন গিগাসি। চার মিনিট পর বার্সা ফিরতি এক আক্রমণে ভাগ্যের সহায়তায় গোল পায়। ফের্মিন লোপেসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন রামি।
৬৬তম মিনিটে গিগাসি হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর ইউলিয়ান ব্রান্ডট গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও গোলের জন্য ১৮টি শট নেয় ডর্টমুন্ড, যার ১১টি লক্ষ্যে ছিল। বিপরীতে বার্সেলোনার সাত শটের মাত্র দুটি লক্ষ্যে ছিল।
২০১৯ সালের পর প্রথমবার সেমি-ফাইনালে পৌঁছাল বার্সেলোনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা ইন্টার মিলানের।
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বিপক্ষের মাঠে হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে হারে কাতালানরা। তবে প্রথম লেগে ৪-০ গোলের জয়ই শেষ চারে তাদের টিকিট নিশ্চিত করেছে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে সেমি নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল।
এই হারের মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার টানা ২৪ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল। ২০২৫ সালে এটাই তাদের প্রথম পরাজয়।
ম্যাচের শুরু থেকেই ডর্টমুন্ড চড়াও খেলতে থাকে। প্রথম ছয় মিনিটেই তারা তিনটি অর্ধ সুযোগ পায়। নবম মিনিটে বার্সেলোনা গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি বক্সে পাসকেল গ্রসকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে সেগু গিগাসি গোল করে এগিয়ে নেন দলকে।
৪৯তম মিনিটে কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন গিগাসি। চার মিনিট পর বার্সা ফিরতি এক আক্রমণে ভাগ্যের সহায়তায় গোল পায়। ফের্মিন লোপেসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন রামি।
৬৬তম মিনিটে গিগাসি হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর ইউলিয়ান ব্রান্ডট গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও গোলের জন্য ১৮টি শট নেয় ডর্টমুন্ড, যার ১১টি লক্ষ্যে ছিল। বিপরীতে বার্সেলোনার সাত শটের মাত্র দুটি লক্ষ্যে ছিল।
২০১৯ সালের পর প্রথমবার সেমি-ফাইনালে পৌঁছাল বার্সেলোনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা ইন্টার মিলানের।