নারীদের ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে স্প্যানিশ নারীদের প্রতিপক্ষ ইংল্যান্ডের নারী ফুটবল দল। রোমাঞ্চকর এই সেমিফাইনাল ম্যাচের ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটও স্কোরশূন্য অবস্থায় শেষ হয়ে আসছিলো। টাইব্রেকারে যাওয়ার মিনিট সাতেক আগে ডেডলক ভাঙেন টুর্নামেন্টের আগে হাসপাতালের বিছানায় কাটানো স্প্যানিশ মিডফিল্ডার আয়তানা বোনমাতি। মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগমুহূর্তে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ভাইরাল মেনিনজাইটিসে ভোগা বোনমাতি। ঠিকঠাক খেলা নিয়েও সংশয় ছিল এই কিন্তুবার্সেলোনা তারকার। পরে ইউরোর পাঁচ ম্যাচেই তিনি খেলেছেন। দুইবারের ব্যালন ডি’অরজয়ী বোনমাতি অবশ্য গোলের দেখা পাচ্ছিলেন না। সেমিফাইনালেই কাটল তার গোলখরা। যা স্প্যানিশ মেয়েদের টাইব্রেকারের মতো চ্যালেঞ্জের মুখে পড়তে দেয়নি, বরং দলকে প্রথমবারের মতো তুলে দিয়েছে ফাইনালে।
আগামী রোববার রাত ১০টায় সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
উল্লেখ্য, এর আগে প্রথম সেমিফাইনালে ইংলিশ মেয়েরা ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে জায়গা কেড়ে নেয় ফাইনালে। এবারের আসরে আটবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানিও দারুণ ফেবারিট ছিল, তবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে তারা পেরে উঠল না। ফলে আবারও ২০২৩ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরছে, যেখানে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিলো স্পেন। বোনমাতির একমাত্র গোল স্পেনকে প্রথমবার ইউরোতে তুলে ইতিহাস গড়ে দিয়েছে। যা নিয়ে ২৭ বছর বয়সী এই বার্সা মিডফিল্ডার বলেন, ‘এই ম্যাচে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে লড়েছি এবং আমার সব সতীর্থকে এজন্য ধন্যবাদ জানাতে চাই।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
নারীদের ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে স্প্যানিশ নারীদের প্রতিপক্ষ ইংল্যান্ডের নারী ফুটবল দল। রোমাঞ্চকর এই সেমিফাইনাল ম্যাচের ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটও স্কোরশূন্য অবস্থায় শেষ হয়ে আসছিলো। টাইব্রেকারে যাওয়ার মিনিট সাতেক আগে ডেডলক ভাঙেন টুর্নামেন্টের আগে হাসপাতালের বিছানায় কাটানো স্প্যানিশ মিডফিল্ডার আয়তানা বোনমাতি। মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগমুহূর্তে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ভাইরাল মেনিনজাইটিসে ভোগা বোনমাতি। ঠিকঠাক খেলা নিয়েও সংশয় ছিল এই কিন্তুবার্সেলোনা তারকার। পরে ইউরোর পাঁচ ম্যাচেই তিনি খেলেছেন। দুইবারের ব্যালন ডি’অরজয়ী বোনমাতি অবশ্য গোলের দেখা পাচ্ছিলেন না। সেমিফাইনালেই কাটল তার গোলখরা। যা স্প্যানিশ মেয়েদের টাইব্রেকারের মতো চ্যালেঞ্জের মুখে পড়তে দেয়নি, বরং দলকে প্রথমবারের মতো তুলে দিয়েছে ফাইনালে।
আগামী রোববার রাত ১০টায় সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
উল্লেখ্য, এর আগে প্রথম সেমিফাইনালে ইংলিশ মেয়েরা ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে জায়গা কেড়ে নেয় ফাইনালে। এবারের আসরে আটবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানিও দারুণ ফেবারিট ছিল, তবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে তারা পেরে উঠল না। ফলে আবারও ২০২৩ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরছে, যেখানে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিলো স্পেন। বোনমাতির একমাত্র গোল স্পেনকে প্রথমবার ইউরোতে তুলে ইতিহাস গড়ে দিয়েছে। যা নিয়ে ২৭ বছর বয়সী এই বার্সা মিডফিল্ডার বলেন, ‘এই ম্যাচে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে লড়েছি এবং আমার সব সতীর্থকে এজন্য ধন্যবাদ জানাতে চাই।