বিদেশি ক্রিকেটারদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে বলেছে বোর্ড
ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে চলমান আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লীগ। শুক্রবার, (০৯ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধর্মশালায় পঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল করা হয়। ধর্মশালার ক্রিকেট স্টেডিয়ামে আলো নিবিয়ে দেয়া হয়। মাঠ ছাড়তে বলা হয় দর্শকদের। তার পরেই সভায় বসে আইপিএল কর্তৃপক্ষ। সেখানেই আইপিএল আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
আইপিএলে খেলার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দেশের বিভিন্ন ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, কুইন্টন ডি’কক, রশিদ খানের মতো ক্রিকেটারেরা আছেন। সবাইকে সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে দেয়াই এখন লক্ষ্য বোর্ডের।
ধর্মশালার বিমানবন্দর বন্ধ রয়েছে। সেই কারণে বৃহস্পতিবার সেখানে খেলা পঞ্জাব এবং দিল্লি দলের ক্রিকেটারদের সড়ক পথে পাঠানকোট নিয়ে যাওয়ার হয়। সেখান থেকে তাদের ট্রেনে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানবিক কারণে বৃহস্পতিবার আইপিএল আয়োজকদের সভায় স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।
সেখানে আলোচনা হয়, যেখানে ভারত-পাক সংঘর্ষ হচ্ছে, সেখানে আইপিএলের মতো বিনোদন এই মুহূর্তে অত্যন্ত দৃষ্টিকটু।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচটি চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ব্ল্যাক আউট করে দেয়া হয়। ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেরও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আইপিএলে এখনও লীগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে।
বিদেশি ক্রিকেটারদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে বলেছে বোর্ড
শুক্রবার, ০৯ মে ২০২৫
ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে চলমান আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লীগ। শুক্রবার, (০৯ মে ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধর্মশালায় পঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল করা হয়। ধর্মশালার ক্রিকেট স্টেডিয়ামে আলো নিবিয়ে দেয়া হয়। মাঠ ছাড়তে বলা হয় দর্শকদের। তার পরেই সভায় বসে আইপিএল কর্তৃপক্ষ। সেখানেই আইপিএল আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
আইপিএলে খেলার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দেশের বিভিন্ন ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, কুইন্টন ডি’কক, রশিদ খানের মতো ক্রিকেটারেরা আছেন। সবাইকে সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে দেয়াই এখন লক্ষ্য বোর্ডের।
ধর্মশালার বিমানবন্দর বন্ধ রয়েছে। সেই কারণে বৃহস্পতিবার সেখানে খেলা পঞ্জাব এবং দিল্লি দলের ক্রিকেটারদের সড়ক পথে পাঠানকোট নিয়ে যাওয়ার হয়। সেখান থেকে তাদের ট্রেনে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানবিক কারণে বৃহস্পতিবার আইপিএল আয়োজকদের সভায় স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।
সেখানে আলোচনা হয়, যেখানে ভারত-পাক সংঘর্ষ হচ্ছে, সেখানে আইপিএলের মতো বিনোদন এই মুহূর্তে অত্যন্ত দৃষ্টিকটু।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচটি চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ব্ল্যাক আউট করে দেয়া হয়। ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেরও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আইপিএলে এখনও লীগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে।