ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ৩ মার্চ। শনিবার শুরু হয়েছে দলবদলের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। দুই দিনের এই কার্যক্রম শেষ হবে আজ। প্রথম দিন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জসহ বেশ কয়েকটি ক্লাব দলবদলে অংশ নিয়েছে।
গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জসহ বেশ কয়েকটি দল প্রথম দিন দল বদলে অংশ নেয় । আসন্ন ঢাকা লীগে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে ক্লাবটির হয়ে খেলতে তিনি দেশে ফিরতে পারবেন কি না- তা নিশ্চিত নয়। মূলত সাকিব দেশে ফিরবেন, সেটি ভেবেই তাকে দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। তবে রাজনৈতিক কারণে সাকিবের খেলা নিয়ে সংশয় রয়েছে। গত বিপিএলে তাকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। কিন্তু বিপিএল খেলতে সাকিব দেশে ফিরতে পারেননি।
রূপগঞ্জ ক্লাবের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছেন, ‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি। খেলোয়াড় সাকিবকে নিয়েছি। ও ক্যারিয়ারের শুরু থেকে আমার সঙ্গে ছিল। আশা করছি, এখনও থাকবে। ও যদি খেলতে না পারে তাহলে ওকে আমরা নেবো কেন।’
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবে নাম লিখেছেন অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস।
নিজের দল নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন দলটা তৈরি করি আমাদের আরও অনেক দিকে মনোযোগ ছিল। কিন্তু নানা কারণে হয়নি। তবে এখনও পর্যন্ত দল যা হয়েছে ভালো হয়েছে।’
চলতি আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক তুলনামূলক কম। ইমরুলের আশা আগামী আসরে পরিস্থিতির উন্নতি হবে, ‘আর্থিক দিক থেকে ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে গেছে। তবে দিনশেষে সবাইকে খেলতেই হবে। তাই সবাই এক বছর ম্যানেজ করার চেষ্টা করছে, যেন পরের বছর থেকে সব ঠিক হয়ে যায়।’
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ৩ মার্চ। শনিবার শুরু হয়েছে দলবদলের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। দুই দিনের এই কার্যক্রম শেষ হবে আজ। প্রথম দিন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জসহ বেশ কয়েকটি ক্লাব দলবদলে অংশ নিয়েছে।
গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জসহ বেশ কয়েকটি দল প্রথম দিন দল বদলে অংশ নেয় । আসন্ন ঢাকা লীগে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে ক্লাবটির হয়ে খেলতে তিনি দেশে ফিরতে পারবেন কি না- তা নিশ্চিত নয়। মূলত সাকিব দেশে ফিরবেন, সেটি ভেবেই তাকে দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। তবে রাজনৈতিক কারণে সাকিবের খেলা নিয়ে সংশয় রয়েছে। গত বিপিএলে তাকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। কিন্তু বিপিএল খেলতে সাকিব দেশে ফিরতে পারেননি।
রূপগঞ্জ ক্লাবের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছেন, ‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি। খেলোয়াড় সাকিবকে নিয়েছি। ও ক্যারিয়ারের শুরু থেকে আমার সঙ্গে ছিল। আশা করছি, এখনও থাকবে। ও যদি খেলতে না পারে তাহলে ওকে আমরা নেবো কেন।’
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবে নাম লিখেছেন অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস।
নিজের দল নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন দলটা তৈরি করি আমাদের আরও অনেক দিকে মনোযোগ ছিল। কিন্তু নানা কারণে হয়নি। তবে এখনও পর্যন্ত দল যা হয়েছে ভালো হয়েছে।’
চলতি আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক তুলনামূলক কম। ইমরুলের আশা আগামী আসরে পরিস্থিতির উন্নতি হবে, ‘আর্থিক দিক থেকে ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে গেছে। তবে দিনশেষে সবাইকে খেলতেই হবে। তাই সবাই এক বছর ম্যানেজ করার চেষ্টা করছে, যেন পরের বছর থেকে সব ঠিক হয়ে যায়।’