বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সাড়া দেননি সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে তাঁকে আহ্বান জানানো হলেও তিনি তাতে যোগ দেননি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও এ কর্মশালায় আমন্ত্রণ পেয়েছেন হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম ও ইলিয়াস সানির মতো সাবেক ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে আরও ৩০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার রেফারি হিসেবে আগ্রহ দেখিয়ে অংশ নিচ্ছেন এই আয়োজনে।
বিসিবির আম্পায়ার্স বিভাগ সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ দিতে চান। তাই রেফারিংয়ের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন না।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে মাহমুদউল্লাহ খেলেছেন ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি। টেস্ট ও ওয়ানডেতে ছিলেন ভারপ্রাপ্ত, আর টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক। এ বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেট এখনও চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সাড়া দেননি সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে তাঁকে আহ্বান জানানো হলেও তিনি তাতে যোগ দেননি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও এ কর্মশালায় আমন্ত্রণ পেয়েছেন হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম ও ইলিয়াস সানির মতো সাবেক ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে আরও ৩০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার রেফারি হিসেবে আগ্রহ দেখিয়ে অংশ নিচ্ছেন এই আয়োজনে।
বিসিবির আম্পায়ার্স বিভাগ সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ দিতে চান। তাই রেফারিংয়ের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন না।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে মাহমুদউল্লাহ খেলেছেন ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি। টেস্ট ও ওয়ানডেতে ছিলেন ভারপ্রাপ্ত, আর টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক। এ বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেট এখনও চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ।