লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রেয়াল মাদ্রিদ। তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গিলেরের অসাধারণ এক গোলেই গেতাফেকে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে লিগের ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে রেয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালের কথা মাথায় রেখে নিয়মিতদের বিশ্রাম দেন কোচ আনচেলত্তি। বেঞ্চে রাখা হয় রুডিগার, বেলিংহ্যাম, কামাভিঙ্গা, মদ্রিচ, রদ্রিগোসহ আরও কয়েকজনকে। তবে তরুণ গিলের ও এন্দ্রিককে সুযোগ দেওয়া হয় শুরুর একাদশে।
খেলার ২১তম মিনিটেই জালের ঠিকানা খুঁজে নেন গিলের। ব্রাহিম দিয়াসের প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর বক্সের বাইরে থেকে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রেয়াল। দ্বিতীয়ার্ধে ফিরে সমতা ফেরাতে মরিয়া ছিল গেতাফে। তবে একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ তারা। শেষ দিকে গেতাফের একাধিক আক্রমণ রুখে দেন থিবো কোর্তোয়া, নিশ্চিত করেন দলের মূল্যবান তিন পয়েন্ট।
এই জয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৬। শনিবার সেভিয়ায় কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। এরপর ১১ মে ফিরতি ক্লাসিকোতে আবার দেখা হবে, যা হয়ে উঠতে পারে শিরোপা নির্ধারণী লড়াই।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রেয়াল মাদ্রিদ। তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গিলেরের অসাধারণ এক গোলেই গেতাফেকে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে লিগের ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে রেয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালের কথা মাথায় রেখে নিয়মিতদের বিশ্রাম দেন কোচ আনচেলত্তি। বেঞ্চে রাখা হয় রুডিগার, বেলিংহ্যাম, কামাভিঙ্গা, মদ্রিচ, রদ্রিগোসহ আরও কয়েকজনকে। তবে তরুণ গিলের ও এন্দ্রিককে সুযোগ দেওয়া হয় শুরুর একাদশে।
খেলার ২১তম মিনিটেই জালের ঠিকানা খুঁজে নেন গিলের। ব্রাহিম দিয়াসের প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর বক্সের বাইরে থেকে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রেয়াল। দ্বিতীয়ার্ধে ফিরে সমতা ফেরাতে মরিয়া ছিল গেতাফে। তবে একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ তারা। শেষ দিকে গেতাফের একাধিক আক্রমণ রুখে দেন থিবো কোর্তোয়া, নিশ্চিত করেন দলের মূল্যবান তিন পয়েন্ট।
এই জয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৬। শনিবার সেভিয়ায় কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। এরপর ১১ মে ফিরতি ক্লাসিকোতে আবার দেখা হবে, যা হয়ে উঠতে পারে শিরোপা নির্ধারণী লড়াই।