উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে রোমাঞ্চকর উয়েফা সুপার কাপ ফাইনালে নাটকীয়ভাবে শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১০ মিনিটে দুই গোল করে সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা, পরে টাইব্রেকারে ৪–৩ গোলে হারায় টটেনহাম হটস্পার্সকে।
টটেনহামের হয়ে ৩৯ মিনিটে মিকি ফন দে ফেন ও ৪৮ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৮৫ মিনিটে বদলি নামা লি কাং–ইন দূরপাল্লার শটে ব্যবধান কমান, আর যোগ করা সময়ের ৪ মিনিটে গনসালো রামোসের হেডে সমতা ফেরে।
টাইব্রেকারে পিএসজির হয়ে রামোস, উসমান দেম্বেলে, লি কাং–ইন ও নুনো মেন্দেজ গোল করেন। টটেনহামের হয়ে সোলাঙ্কে, বেনতাঙ্কুর ও পেদ্রো পোরো গোল করলেও শিরোপা হাতছাড়া হয়।
এটি পিএসজির প্রথম উয়েফা সুপার কাপ জয় এবং চলতি বছরের পঞ্চম শিরোপা। ম্যাচের পর অধিনায়ক মারকিনিওস বলেন, “আমরা মানসিকভাবে দৃঢ় ছিলাম, শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগিয়েছি।”
টটেনহাম কোচ টমাস ফ্রাঙ্ক হারটিকে তুলনা করেছেন “সফল অস্ত্রোপচার, কিন্তু রোগি মারা যাওয়া”-র সঙ্গে। পিএসজি কোচ লুইস এনরিকে স্বীকার করেছেন, “৮০ মিনিট পর্যন্ত আমরা জয়ের যোগ্য ছিলাম না, কিন্তু ফুটবল অনেক সময় অন্যায্য।”
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে রোমাঞ্চকর উয়েফা সুপার কাপ ফাইনালে নাটকীয়ভাবে শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১০ মিনিটে দুই গোল করে সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা, পরে টাইব্রেকারে ৪–৩ গোলে হারায় টটেনহাম হটস্পার্সকে।
টটেনহামের হয়ে ৩৯ মিনিটে মিকি ফন দে ফেন ও ৪৮ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৮৫ মিনিটে বদলি নামা লি কাং–ইন দূরপাল্লার শটে ব্যবধান কমান, আর যোগ করা সময়ের ৪ মিনিটে গনসালো রামোসের হেডে সমতা ফেরে।
টাইব্রেকারে পিএসজির হয়ে রামোস, উসমান দেম্বেলে, লি কাং–ইন ও নুনো মেন্দেজ গোল করেন। টটেনহামের হয়ে সোলাঙ্কে, বেনতাঙ্কুর ও পেদ্রো পোরো গোল করলেও শিরোপা হাতছাড়া হয়।
এটি পিএসজির প্রথম উয়েফা সুপার কাপ জয় এবং চলতি বছরের পঞ্চম শিরোপা। ম্যাচের পর অধিনায়ক মারকিনিওস বলেন, “আমরা মানসিকভাবে দৃঢ় ছিলাম, শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগিয়েছি।”
টটেনহাম কোচ টমাস ফ্রাঙ্ক হারটিকে তুলনা করেছেন “সফল অস্ত্রোপচার, কিন্তু রোগি মারা যাওয়া”-র সঙ্গে। পিএসজি কোচ লুইস এনরিকে স্বীকার করেছেন, “৮০ মিনিট পর্যন্ত আমরা জয়ের যোগ্য ছিলাম না, কিন্তু ফুটবল অনেক সময় অন্যায্য।”