ভারতের বিরুদ্ধে সিডনিতে ৫ম এবং শেষ টেস্ট ৬ উইকেটে জিতে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা করে নিলো অস্ট্রেলিয়া। আর এই সিরিজ জয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিলো অজিরা।
পুরো সিরিজ জুড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে ভারতীয় বোলারদের মধ্যে অসুবিধায় ফেলছেন জাসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বুমরাহই আঘাত করেছে বারবার। কিন্তু শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারলেন না বুমরাহ।
পিঠের ব্যাথার কারনে গতকাল মাঠ ছেড়ে যাবার আগ পর্যন্ত এই সিরিজে বনিয়েছেন ৩২ উইকেট। সেই জসপ্রীত বুমরাহ না থাকায় আজ নিঃসন্দেহে কিছুটা ব্যাকফুটে ছিলো ভারত। সেই সাথে লক্ষ্য মাত্র ১৬২ রান। বুমরাহ বিহীন ভারত অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে তেমন কোন পরীক্ষায় ফেলতে পারেনি।শুরুতে স্যাম কনষ্টাস, মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথ আউট হলেও উসমান খাজা এবং ট্রাভিস হেড জুটি চতুর্থ উইকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ে মূল্যবান ৪৪ রান যোগ করে।
খাজা আউট হলেও বিয়ু ওয়েভস্টারকে সাথে নিয়ে জয় তুলে নেন হেড। ডেব্যু হওয়া ওয়েভস্টার ৩৪ বলে ৩৯ এবং হেড ৩৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।
উসমান খাজা ধৈর্যশীল ব্যাটিং করে ৪১ রান করেন।
বিয়ু ওয়েভস্টারের খেলা দেখে মনেই হয়নি তিনি জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছেন। দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও দায়িত্বশীল ছিলেন, করেছেন ৫৭ রান।
জশ হেইজেলডের ইনজুরির কারনে চান্স পেয়ে ম্যাজিক বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন স্কট বোল্যান্ড।
প্রথম ইনিংসে ৪টি, দ্বিতীয় ইনিংসে ৬টি — মোট ১০ উইকেট দখল করে ভারতকে রানকে চেপে রেখেছেন মূলত বোল্যান্ডই।
পুরো সিরিজে অস্ট্রেলিয়াকে ভোগানো জসপ্রীত বুমরাহ ৩২ উইকেট দখলের ফলে হয়েছেন সিরিজ সেরা।তিনি এতোটাই সফল ছিলেন তাকে নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত মজা করে বলেছেন পরের বার বুমরাহ অস্ট্রেলিয়া খেলতে আসলে নিয়ম করা হবে বাম হাতে বল করতে হবে এবং এক পায়ের বেশি রানিং নেয়া যাবে না।
এই সিরিজ জয় বিগত ১০ বছর এবং ৪ আসর ধরে রাখা বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের দখলে থাকার পর এবার অস্ট্রেলিয়ার হলো।সাথে জুনে লর্ডসের ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।গত বছরের ফাইনালিস্ট ভারত বাদ পরলো টেস্ট চ্যাম্পিয়নশীপের লিস্ট থেকে।
বোর্ডার গাভাস্কার সিরিজের সবচেয়ে বেশি রান ট্র্যাভিস হেডের, ৫ ম্যাচে ৫৬ গড়ে ৪৪৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ জয়সওয়ালের, ৪৩.৪৪ গড়ে ৩৯১ রান। সবচেয়ে বেশি উইকেট জসপ্রীত বুমরাহ ৩২। এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক
প্যাট কামিন্স, তার ঝুলিতে ২৫ উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন স্কট বোল্যান্ড। আর সিরিজ সেরা জসপ্রীত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ভারতঃ ১৮৫ ও ১৫৭ (পন্ত ৬৫ জয়সওয়াল ২২ ; বোল্যান্ড ৪৫/৬ কামিন্স ৪৪/৩)
অস্ট্রেলিয়াঃ ১৮১ ও ১৬২/৪ (খাজা ৪১ ওয়েভস্টার ৩৯ প্রাসিধ কৃষ্ণা ৬৫/৩ সিরাজ ৬৯/১)
রোববার, ০৫ জানুয়ারী ২০২৫
ভারতের বিরুদ্ধে সিডনিতে ৫ম এবং শেষ টেস্ট ৬ উইকেটে জিতে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা করে নিলো অস্ট্রেলিয়া। আর এই সিরিজ জয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিলো অজিরা।
পুরো সিরিজ জুড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে ভারতীয় বোলারদের মধ্যে অসুবিধায় ফেলছেন জাসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বুমরাহই আঘাত করেছে বারবার। কিন্তু শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারলেন না বুমরাহ।
পিঠের ব্যাথার কারনে গতকাল মাঠ ছেড়ে যাবার আগ পর্যন্ত এই সিরিজে বনিয়েছেন ৩২ উইকেট। সেই জসপ্রীত বুমরাহ না থাকায় আজ নিঃসন্দেহে কিছুটা ব্যাকফুটে ছিলো ভারত। সেই সাথে লক্ষ্য মাত্র ১৬২ রান। বুমরাহ বিহীন ভারত অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে তেমন কোন পরীক্ষায় ফেলতে পারেনি।শুরুতে স্যাম কনষ্টাস, মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথ আউট হলেও উসমান খাজা এবং ট্রাভিস হেড জুটি চতুর্থ উইকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ে মূল্যবান ৪৪ রান যোগ করে।
খাজা আউট হলেও বিয়ু ওয়েভস্টারকে সাথে নিয়ে জয় তুলে নেন হেড। ডেব্যু হওয়া ওয়েভস্টার ৩৪ বলে ৩৯ এবং হেড ৩৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।
উসমান খাজা ধৈর্যশীল ব্যাটিং করে ৪১ রান করেন।
বিয়ু ওয়েভস্টারের খেলা দেখে মনেই হয়নি তিনি জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছেন। দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও দায়িত্বশীল ছিলেন, করেছেন ৫৭ রান।
জশ হেইজেলডের ইনজুরির কারনে চান্স পেয়ে ম্যাজিক বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন স্কট বোল্যান্ড।
প্রথম ইনিংসে ৪টি, দ্বিতীয় ইনিংসে ৬টি — মোট ১০ উইকেট দখল করে ভারতকে রানকে চেপে রেখেছেন মূলত বোল্যান্ডই।
পুরো সিরিজে অস্ট্রেলিয়াকে ভোগানো জসপ্রীত বুমরাহ ৩২ উইকেট দখলের ফলে হয়েছেন সিরিজ সেরা।তিনি এতোটাই সফল ছিলেন তাকে নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত মজা করে বলেছেন পরের বার বুমরাহ অস্ট্রেলিয়া খেলতে আসলে নিয়ম করা হবে বাম হাতে বল করতে হবে এবং এক পায়ের বেশি রানিং নেয়া যাবে না।
এই সিরিজ জয় বিগত ১০ বছর এবং ৪ আসর ধরে রাখা বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের দখলে থাকার পর এবার অস্ট্রেলিয়ার হলো।সাথে জুনে লর্ডসের ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।গত বছরের ফাইনালিস্ট ভারত বাদ পরলো টেস্ট চ্যাম্পিয়নশীপের লিস্ট থেকে।
বোর্ডার গাভাস্কার সিরিজের সবচেয়ে বেশি রান ট্র্যাভিস হেডের, ৫ ম্যাচে ৫৬ গড়ে ৪৪৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ জয়সওয়ালের, ৪৩.৪৪ গড়ে ৩৯১ রান। সবচেয়ে বেশি উইকেট জসপ্রীত বুমরাহ ৩২। এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক
প্যাট কামিন্স, তার ঝুলিতে ২৫ উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন স্কট বোল্যান্ড। আর সিরিজ সেরা জসপ্রীত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ভারতঃ ১৮৫ ও ১৫৭ (পন্ত ৬৫ জয়সওয়াল ২২ ; বোল্যান্ড ৪৫/৬ কামিন্স ৪৪/৩)
অস্ট্রেলিয়াঃ ১৮১ ও ১৬২/৪ (খাজা ৪১ ওয়েভস্টার ৩৯ প্রাসিধ কৃষ্ণা ৬৫/৩ সিরাজ ৬৯/১)