ইউরোপা লিগ
ম্যাচ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন টটেনহ্যামের খেলোয়াড়রা
বেলজিয়ামের দল অ্যান্টওয়ার্প বৃহস্পতিবার ইউরোপা লিগে নিজেদের মাঠে অন্যতম ফেবারিট টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দিয়েছে। ইটালির এসি মিলান তাদের জয়ের ধারা বজায় রেখে ৩-০ গোলে পরাজিত করেছে স্পার্তা প্রাগকে। এছাড়া এদিন সহজ জয় পেয়েছে আর্সেনাল। তারা ৩-০ গোলে পরাজিত করেছে ডুন্ডালককে। অভিজ্ঞ খেলোয়াড় লিওর রেফায়লভের করা একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট পেয়েছে বেলজিয়াম লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অ্যান্টওয়ার্প। জে গ্রুপে এটা ছিল তাদের টানা দ্বিতীয় হয়। দ্ইু ম্যাচ থেকে তারা সংগ্রহ করেছে ছয় পয়েন্ট। টটেনহ্যাম এবং লাস্কের সংগ্রহ তিন পয়েন্ট করে। অ্যান্টওয়ার্প প্রথমার্ধে প্রাধান্য বজায় রেখে খেলে এবং খেলার ৩০ মিনিটের ঠিক আগে গোল করে এগিয়ে যায়। ডিফেন্ডার বেন ডেভিসের ব্যর্থতায় মূলত গোলটি খায় টটেনহ্যাম। ডেভিসের ব্যর্থতায় বল কেড়ে নিয়ে ডিউমার্কি এমবোকানি সুযোগটি তৈরী করে দেন রেফায়লভকে। ইসরাইলি এ খেলোয়াড় সুযোগ কাজে লাগাতে ভুল করেননি।
বিরতির সময়ই চারজন খেলোয়াড় পরিবর্তন করেন টটেনহ্যাম কোচ হোসে মরিনহো। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। স্বাগতিকরাই বিপজ্জনক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে গ্যারেথ বেলের পরিবর্তে হ্যারি কেইনকে মাঠে নামিয়েও কাজ হয়নি। স্বাগতিকদের রক্ষণভাগ দৃঢ়তার সাথে টটেনহ্যামে আক্রমন রুখে দেয়।
গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়ার দল লাস্ক ৪-৩ গোলে পরাজিত করেছে বুলগেরিয়ার লুডোগোরেটসকে।
প্রতিযোগিতার অন্য এক ম্যাচে জøাতান ইব্রাহিমোভিচ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও এসি মিলানের জয়ে পথে তা বাধা হয়নি। তারা বরং দাপটের সাথে খেলেই পরাজিত করেছে স্পার্তা প্রাগকে। এর ফলে এইচ গ্রুপে দুই ম্যাচ খেলে দুটিতেই জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা। স্কটল্যান্ডের দল সেল্টিক ২-০ গোলে এগিয়ে গিয়েও লিলি সাথে ড্র করেছে ২-২ গোলে।
বিরতির আগে ও পরে অল্প ব্যবধানে তিন গোল করে সহজেই জয়ী হয়েছে ইংলিশ দল আর্সেনাল। তারা ডুন্ডালককে হারিয়ে গোল ব্যবধানে মোল্ডেকে পেছনে ফেলে উঠেছে তালিকার শীর্ষে। মোল্ডে এদিন ১-০ গোলে র্যাপিড ভিয়েনাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে।
প্রতিযোগিতার আরেক ফেবারিট বায়ার লেভারকুজেন ১-০ গোলে হেরে গেছে স্লাভিয়া প্রাগের কাছে। একই ব্যবধানে নাইস হারিয়েছে হাপোয়েল বিয়ার শেভাকে। সি গ্রুপে সব দলের দুটি করে ম্যাচ শেষে তিন দলের পয়েন্ট সমান এবং গোল ব্যবধানও একই।
জি গ্রুপের ম্যাচে ইংলিশ দল লিস্টার সিটি ২-১ গোলে পরাজিত করেছে এইকে এথেন্সকে। এছাড়া এসসি ব্রাগা একই ব্যবধানে পরাজিত করেছে জর্জিয়ার দল জরিয়াকে। দুই ম্যাচ থেকে উভয় দল সংগ্রহ করেছে ছয় পয়েন্ট।
ইউরোপা লিগ
ম্যাচ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন টটেনহ্যামের খেলোয়াড়রা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
বেলজিয়ামের দল অ্যান্টওয়ার্প বৃহস্পতিবার ইউরোপা লিগে নিজেদের মাঠে অন্যতম ফেবারিট টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দিয়েছে। ইটালির এসি মিলান তাদের জয়ের ধারা বজায় রেখে ৩-০ গোলে পরাজিত করেছে স্পার্তা প্রাগকে। এছাড়া এদিন সহজ জয় পেয়েছে আর্সেনাল। তারা ৩-০ গোলে পরাজিত করেছে ডুন্ডালককে। অভিজ্ঞ খেলোয়াড় লিওর রেফায়লভের করা একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট পেয়েছে বেলজিয়াম লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অ্যান্টওয়ার্প। জে গ্রুপে এটা ছিল তাদের টানা দ্বিতীয় হয়। দ্ইু ম্যাচ থেকে তারা সংগ্রহ করেছে ছয় পয়েন্ট। টটেনহ্যাম এবং লাস্কের সংগ্রহ তিন পয়েন্ট করে। অ্যান্টওয়ার্প প্রথমার্ধে প্রাধান্য বজায় রেখে খেলে এবং খেলার ৩০ মিনিটের ঠিক আগে গোল করে এগিয়ে যায়। ডিফেন্ডার বেন ডেভিসের ব্যর্থতায় মূলত গোলটি খায় টটেনহ্যাম। ডেভিসের ব্যর্থতায় বল কেড়ে নিয়ে ডিউমার্কি এমবোকানি সুযোগটি তৈরী করে দেন রেফায়লভকে। ইসরাইলি এ খেলোয়াড় সুযোগ কাজে লাগাতে ভুল করেননি।
বিরতির সময়ই চারজন খেলোয়াড় পরিবর্তন করেন টটেনহ্যাম কোচ হোসে মরিনহো। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। স্বাগতিকরাই বিপজ্জনক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে গ্যারেথ বেলের পরিবর্তে হ্যারি কেইনকে মাঠে নামিয়েও কাজ হয়নি। স্বাগতিকদের রক্ষণভাগ দৃঢ়তার সাথে টটেনহ্যামে আক্রমন রুখে দেয়।
গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়ার দল লাস্ক ৪-৩ গোলে পরাজিত করেছে বুলগেরিয়ার লুডোগোরেটসকে।
প্রতিযোগিতার অন্য এক ম্যাচে জøাতান ইব্রাহিমোভিচ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও এসি মিলানের জয়ে পথে তা বাধা হয়নি। তারা বরং দাপটের সাথে খেলেই পরাজিত করেছে স্পার্তা প্রাগকে। এর ফলে এইচ গ্রুপে দুই ম্যাচ খেলে দুটিতেই জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা। স্কটল্যান্ডের দল সেল্টিক ২-০ গোলে এগিয়ে গিয়েও লিলি সাথে ড্র করেছে ২-২ গোলে।
বিরতির আগে ও পরে অল্প ব্যবধানে তিন গোল করে সহজেই জয়ী হয়েছে ইংলিশ দল আর্সেনাল। তারা ডুন্ডালককে হারিয়ে গোল ব্যবধানে মোল্ডেকে পেছনে ফেলে উঠেছে তালিকার শীর্ষে। মোল্ডে এদিন ১-০ গোলে র্যাপিড ভিয়েনাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে।
প্রতিযোগিতার আরেক ফেবারিট বায়ার লেভারকুজেন ১-০ গোলে হেরে গেছে স্লাভিয়া প্রাগের কাছে। একই ব্যবধানে নাইস হারিয়েছে হাপোয়েল বিয়ার শেভাকে। সি গ্রুপে সব দলের দুটি করে ম্যাচ শেষে তিন দলের পয়েন্ট সমান এবং গোল ব্যবধানও একই।
জি গ্রুপের ম্যাচে ইংলিশ দল লিস্টার সিটি ২-১ গোলে পরাজিত করেছে এইকে এথেন্সকে। এছাড়া এসসি ব্রাগা একই ব্যবধানে পরাজিত করেছে জর্জিয়ার দল জরিয়াকে। দুই ম্যাচ থেকে উভয় দল সংগ্রহ করেছে ছয় পয়েন্ট।