কাইলিয়ান এমবাপ্পে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর দেয়া চুক্তি নবায়ন প্রস্তাবের প্রেক্ষিতে নিজের সিদ্ধান্ত জানাতে সময় নিচ্ছেন। এমবাপ্পের সাথে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ উত্তীর্ন হবে ২০২২ সালের জুন মাসে। পিএসজি চাচেছ তার সাথে এখনই চুক্তি নবায়ন সেরে ফেলতে। এলইকুইপ পত্রিকার তথ্যানুসারে এমবাপ্পে প্রস্তাবের ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাতে সময় নেবেন বলে জানিয়েছেন। তবে পিএসজির স্পোর্টিং ডাইরেক্টর জানিয়েছেন এমবাপ্পের বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। পিএসজি দ্রুতই বিষয়টি নিষ্পত্তি করতে চায়, কারণ যদি এমবাপ্পে চুক্তি নবায়ন করতে রাজী না হন তাহলে তাকে আগামী ট্রান্সফার মৌসুমেই বিক্রি করে দেয়া হবে যাতে তারা তাকে বিক্রি করে কিছু অর্থ আয় করতে পারে। রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি ক্লাব এমবাপ্পেকে দলে নিতে আগ্রহী। জানা গেছে এমবাপ্পে চুক্তি নবায়নের জন্য সপ্তাহে সাত লক্ষ ইউরো করে পারিশ্রমিক চাইতে পারেন। অর্থের বিষয়টি চিন্তা করে ম্যানচেস্টার সিটি জানিয়েছে তারা এমবাপ্পেকে দলে নিতে আগ্রহী নয়। তাদের কাছে আর্লিং হাল্যান্ড বেশী কার্যকর ও সম্ভাবনাময় বলে মনে হয়। ম্যানসিটির পক্ষে তাকে দলে নেয়াটা মোটেও সহজ হবে না। তারা অবশ্য হ্যারি কেইন এবং রোমেলু লুকাকুর ব্যাপারেও আগ্রহী। সার্জিও অ্যাগুয়েরোর বদলে একজন স্ট্রইকার দলে নিতে চাচ্ছে ম্যানসিটি। আগামী ট্রান্সফার উইন্ডো বেশ আকর্ষনীয় হবে বলে মনে করা হচ্ছে। অনেক তারকা খেলোয়াড়ই দল বদল করতে পারেন তখন।
মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
কাইলিয়ান এমবাপ্পে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর দেয়া চুক্তি নবায়ন প্রস্তাবের প্রেক্ষিতে নিজের সিদ্ধান্ত জানাতে সময় নিচ্ছেন। এমবাপ্পের সাথে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ উত্তীর্ন হবে ২০২২ সালের জুন মাসে। পিএসজি চাচেছ তার সাথে এখনই চুক্তি নবায়ন সেরে ফেলতে। এলইকুইপ পত্রিকার তথ্যানুসারে এমবাপ্পে প্রস্তাবের ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাতে সময় নেবেন বলে জানিয়েছেন। তবে পিএসজির স্পোর্টিং ডাইরেক্টর জানিয়েছেন এমবাপ্পের বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। পিএসজি দ্রুতই বিষয়টি নিষ্পত্তি করতে চায়, কারণ যদি এমবাপ্পে চুক্তি নবায়ন করতে রাজী না হন তাহলে তাকে আগামী ট্রান্সফার মৌসুমেই বিক্রি করে দেয়া হবে যাতে তারা তাকে বিক্রি করে কিছু অর্থ আয় করতে পারে। রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি ক্লাব এমবাপ্পেকে দলে নিতে আগ্রহী। জানা গেছে এমবাপ্পে চুক্তি নবায়নের জন্য সপ্তাহে সাত লক্ষ ইউরো করে পারিশ্রমিক চাইতে পারেন। অর্থের বিষয়টি চিন্তা করে ম্যানচেস্টার সিটি জানিয়েছে তারা এমবাপ্পেকে দলে নিতে আগ্রহী নয়। তাদের কাছে আর্লিং হাল্যান্ড বেশী কার্যকর ও সম্ভাবনাময় বলে মনে হয়। ম্যানসিটির পক্ষে তাকে দলে নেয়াটা মোটেও সহজ হবে না। তারা অবশ্য হ্যারি কেইন এবং রোমেলু লুকাকুর ব্যাপারেও আগ্রহী। সার্জিও অ্যাগুয়েরোর বদলে একজন স্ট্রইকার দলে নিতে চাচ্ছে ম্যানসিটি। আগামী ট্রান্সফার উইন্ডো বেশ আকর্ষনীয় হবে বলে মনে করা হচ্ছে। অনেক তারকা খেলোয়াড়ই দল বদল করতে পারেন তখন।