প্যারিস সেন্ট জার্মেই কাইলিয়ান এমবাপ্পের চুক্তি নবায়নের ব্যাপারে ধৈর্য্য হারা হয়ে পড়েছে। এ কারণে তারা আসন্ন গ্রীষ্মেই তাকে অন্যত্র বিক্রি করে দিতে পারে। প্রয়োজনে তারা এমবাপ্পের দামও কমিয়ে দেবে যাতে অন্য ক্লাব তাকে কিনে নিতে পারে। এমবাপ্পের সাথে পিএসজির চুক্তির মেয়াদ আছে ২০২২ সালের জুন পর্যন্ত। তাই পিএসজি চেয়েছিল খুব দ্রুত চুক্তির নবায়ন শেষ করতে। কিন্তু এমবাপ্পে এখন পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে ইতিবাচক কোন সিদ্ধান্ত ক্লাবকে জানায়নি। যদি এমবাপ্পে চুক্তি নবায়ন না করেন তাহলে এক মৌসুম শেষে ফ্রি খেলোয়াড় হিসেবে তিনি চলে যেতে পারবেন। কিন্তু পিএসজি এমবাপ্পের মতো খেলোয়াড়কে বিনা পয়সায় হারাতে চায় না। তাই তারা তাকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লা পার্সিয়েন পত্রিকার তথ্যানুযায়ী দুই পক্ষ এখন পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে ঐকমত্যে পৌছাতে না পারায় ক্লাব বেশ ক্ষুব্ধ। তাই তারা দাম কমিয়ে হলেও এমবাপ্পেকে বিক্রি করে দিতে চাচ্ছে। এমবাপ্পের জন্য হয়তো তারা ১২-১৫ কোটি ইউরো চাইবে। তাদের আশা এ দামে অনেক ক্লাবই এমবাপ্পেকে কিনে নিতে পারবে। সাম্প্রতিক সময়ে এমবাপ্পের আচরনে মনে হয়েছে তিনি পিএসজিতে খুশী নন। চলতি মৌসুমে পারফরমেন্সের কারণে তাকে বেশ সমালোচনা শুনতে হচেছ। দেশের হয়ে হার্জেগোভিনার বিপক্ষে খেলার পর নিজের ভবিষ্যত সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘সবচেয়ে বড় বিষয়টি হলো খুশী থাকতে পারা। যেখানে আমরা থাকবো সেখানে যেন প্রতিটি দিনই আনন্দের মধ্যে দিয়ে কাটাতে পারি।’
শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
প্যারিস সেন্ট জার্মেই কাইলিয়ান এমবাপ্পের চুক্তি নবায়নের ব্যাপারে ধৈর্য্য হারা হয়ে পড়েছে। এ কারণে তারা আসন্ন গ্রীষ্মেই তাকে অন্যত্র বিক্রি করে দিতে পারে। প্রয়োজনে তারা এমবাপ্পের দামও কমিয়ে দেবে যাতে অন্য ক্লাব তাকে কিনে নিতে পারে। এমবাপ্পের সাথে পিএসজির চুক্তির মেয়াদ আছে ২০২২ সালের জুন পর্যন্ত। তাই পিএসজি চেয়েছিল খুব দ্রুত চুক্তির নবায়ন শেষ করতে। কিন্তু এমবাপ্পে এখন পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে ইতিবাচক কোন সিদ্ধান্ত ক্লাবকে জানায়নি। যদি এমবাপ্পে চুক্তি নবায়ন না করেন তাহলে এক মৌসুম শেষে ফ্রি খেলোয়াড় হিসেবে তিনি চলে যেতে পারবেন। কিন্তু পিএসজি এমবাপ্পের মতো খেলোয়াড়কে বিনা পয়সায় হারাতে চায় না। তাই তারা তাকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লা পার্সিয়েন পত্রিকার তথ্যানুযায়ী দুই পক্ষ এখন পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে ঐকমত্যে পৌছাতে না পারায় ক্লাব বেশ ক্ষুব্ধ। তাই তারা দাম কমিয়ে হলেও এমবাপ্পেকে বিক্রি করে দিতে চাচ্ছে। এমবাপ্পের জন্য হয়তো তারা ১২-১৫ কোটি ইউরো চাইবে। তাদের আশা এ দামে অনেক ক্লাবই এমবাপ্পেকে কিনে নিতে পারবে। সাম্প্রতিক সময়ে এমবাপ্পের আচরনে মনে হয়েছে তিনি পিএসজিতে খুশী নন। চলতি মৌসুমে পারফরমেন্সের কারণে তাকে বেশ সমালোচনা শুনতে হচেছ। দেশের হয়ে হার্জেগোভিনার বিপক্ষে খেলার পর নিজের ভবিষ্যত সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘সবচেয়ে বড় বিষয়টি হলো খুশী থাকতে পারা। যেখানে আমরা থাকবো সেখানে যেন প্রতিটি দিনই আনন্দের মধ্যে দিয়ে কাটাতে পারি।’