দীর্ঘদিন পর মিরপুর শেরেবাংলার সেন্টার উইকেটে ব্যাটিং করলেন ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন। পুনর্বাসন শেষে রোববার প্রথমবার ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। জাতীয় দলের ক্রিকেটারদের পদচারণায় কিছুদিন পরই মুখর হবে মিরপুরের হোম অব ক্রিকেট। বিশ্বকাপের আগে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন তারা। অনুশীলন চালিয়ে যাবেন তামিমও। তবে তিনি যাবেন নেপালে এভারেস্ট প্রিমিয়ার লীগ (ইপিএল) খেলতে। গত ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-২০ না খেলে দেশে ফিরে আসেন তামিম। হাঁটুর চোটে খেলেননি টি-২০ ক্রিকেট। বিশ্রামে ছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও। বিশ্বকাপের আগে ফিট হয়ে যাওয়ার কথা ছিল তার। তাকে রেখে নির্বাচকরা বিশ্বকাপের দল সাজালেও তামিম প্রস্তুতির ঘাটতি ও পারিপার্শ্বিক অনেক বিষয় চিন্তা করে সরে দাঁড়ান।
বিশ্রামের সময় চলেছে তামিমের পুনর্বাসন প্রক্রিয়া। শুধুমাত্র ফিটনেস ট্রেনিং করতে পেরেছিলেন। কাল থেকে শুরু হলো তার স্কিল ট্রেনিং। নেট বোলার, বল থ্রোয়ার ও ট্রেনার হুমায়ুন কবির শাহীনের সহায়তা নিয়ে দীর্ঘক্ষণ সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন তামিম। ২৩ সেপ্টেম্বর নেপাল যাওয়ার কথা রয়েছে তার। ইপিএলের দল ভৈরহওয়া গ্লাডিয়েটর্স তাকে দলে ভিড়িয়েছে। বিসিবির অনুমতিও পেয়েছেন তিনি। প্রতিযোগিতার চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৫ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। ছয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগের কমিটমেন্ট থেকে তামিম নেপাল প্রিমিয়ার লীগ মাতাতে যাচ্ছেন। তার ইচ্ছা ছিল নেপালে কয়েকটি ম্যাচ খেলে নিজেকে ঝালিয়ে নিয়ে বিশ্বকাপ মঞ্চে নামা। কিন্তু বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও কমিটমেন্ট থেকে নেপালে যাচ্ছেন তিনি। টি-২০ ফেরি করে বেড়ানো অনেক তারকা ক্রিকেটারই আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার লিয়াম প্ল্যাঙ্কেট রয়েছেন। আছেন ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, কেসরিক উইলিয়ামস, কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটার। আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গাও খেলবেন হিমালয় কন্যার দেশে। পাকিস্তানের শহীদ আফ্রিদিরও খেলার কথা রয়েছে।
রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১
দীর্ঘদিন পর মিরপুর শেরেবাংলার সেন্টার উইকেটে ব্যাটিং করলেন ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন। পুনর্বাসন শেষে রোববার প্রথমবার ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। জাতীয় দলের ক্রিকেটারদের পদচারণায় কিছুদিন পরই মুখর হবে মিরপুরের হোম অব ক্রিকেট। বিশ্বকাপের আগে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন তারা। অনুশীলন চালিয়ে যাবেন তামিমও। তবে তিনি যাবেন নেপালে এভারেস্ট প্রিমিয়ার লীগ (ইপিএল) খেলতে। গত ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-২০ না খেলে দেশে ফিরে আসেন তামিম। হাঁটুর চোটে খেলেননি টি-২০ ক্রিকেট। বিশ্রামে ছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও। বিশ্বকাপের আগে ফিট হয়ে যাওয়ার কথা ছিল তার। তাকে রেখে নির্বাচকরা বিশ্বকাপের দল সাজালেও তামিম প্রস্তুতির ঘাটতি ও পারিপার্শ্বিক অনেক বিষয় চিন্তা করে সরে দাঁড়ান।
বিশ্রামের সময় চলেছে তামিমের পুনর্বাসন প্রক্রিয়া। শুধুমাত্র ফিটনেস ট্রেনিং করতে পেরেছিলেন। কাল থেকে শুরু হলো তার স্কিল ট্রেনিং। নেট বোলার, বল থ্রোয়ার ও ট্রেনার হুমায়ুন কবির শাহীনের সহায়তা নিয়ে দীর্ঘক্ষণ সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন তামিম। ২৩ সেপ্টেম্বর নেপাল যাওয়ার কথা রয়েছে তার। ইপিএলের দল ভৈরহওয়া গ্লাডিয়েটর্স তাকে দলে ভিড়িয়েছে। বিসিবির অনুমতিও পেয়েছেন তিনি। প্রতিযোগিতার চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৫ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। ছয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগের কমিটমেন্ট থেকে তামিম নেপাল প্রিমিয়ার লীগ মাতাতে যাচ্ছেন। তার ইচ্ছা ছিল নেপালে কয়েকটি ম্যাচ খেলে নিজেকে ঝালিয়ে নিয়ে বিশ্বকাপ মঞ্চে নামা। কিন্তু বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও কমিটমেন্ট থেকে নেপালে যাচ্ছেন তিনি। টি-২০ ফেরি করে বেড়ানো অনেক তারকা ক্রিকেটারই আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার লিয়াম প্ল্যাঙ্কেট রয়েছেন। আছেন ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, কেসরিক উইলিয়ামস, কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটার। আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গাও খেলবেন হিমালয় কন্যার দেশে। পাকিস্তানের শহীদ আফ্রিদিরও খেলার কথা রয়েছে।