লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে এক যুবককে ধরে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দিয়েছে ভারতের কয়েকজন নাগরিক—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী সীমান্ত এলাকার ৮০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঠ্যাংঝাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম।
আটক যুবকের নাম আজিনুর রহমান (২৪)। তিনি ওই এলাকার নূর হাসানের ছেলে।
স্থানীয়দের বরাতে বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক বলেন, আজিনুর তার মায়ের সঙ্গে গবাদিপশুর খাদ্যের জন্য ভুট্টা ক্ষেতে পাতা ছেঁড়ার কাজ করছিলেন। এ সময় কয়েকজন ভারতীয় নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং ভারতের মেখলিগঞ্জ উপজেলার বি আরকা বাড়ী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। লাঠিসোঠা নিয়ে তারা সীমান্তে জড়ো হন এবং আজিনুরকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বলেন, “আমরা আজিনুরকে দ্রুত ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। ইতোমধ্যে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, আজই (শনিবার) বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।”
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে এক যুবককে ধরে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দিয়েছে ভারতের কয়েকজন নাগরিক—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী সীমান্ত এলাকার ৮০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঠ্যাংঝাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম।
আটক যুবকের নাম আজিনুর রহমান (২৪)। তিনি ওই এলাকার নূর হাসানের ছেলে।
স্থানীয়দের বরাতে বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক বলেন, আজিনুর তার মায়ের সঙ্গে গবাদিপশুর খাদ্যের জন্য ভুট্টা ক্ষেতে পাতা ছেঁড়ার কাজ করছিলেন। এ সময় কয়েকজন ভারতীয় নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং ভারতের মেখলিগঞ্জ উপজেলার বি আরকা বাড়ী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। লাঠিসোঠা নিয়ে তারা সীমান্তে জড়ো হন এবং আজিনুরকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বলেন, “আমরা আজিনুরকে দ্রুত ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। ইতোমধ্যে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, আজই (শনিবার) বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।”