নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা দুইজন ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ৷
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও আল-আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের হোসেন (২২) ও মো. মৃদুল (২০) নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়৷
এসপি বলেন, গত মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ি পাইকারি বাজার থেকে সবজি কিনতে যাবার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে ছুরিকাঘাতে নিহত হন আক্কাস শিকদার (৪৫)৷ এই হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে৷ পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে৷ তবে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি পাওয়া যায়নি৷
গ্রেপ্তার আসামিরা এই ছিনতাই ও হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, এই হত্যাকান্ডে আরও দু’জন জড়িত৷ তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এসপি গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে পুলিশের টহল বাড়ানো হবে।
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা দুইজন ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ৷
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও আল-আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের হোসেন (২২) ও মো. মৃদুল (২০) নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়৷
এসপি বলেন, গত মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ি পাইকারি বাজার থেকে সবজি কিনতে যাবার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে ছুরিকাঘাতে নিহত হন আক্কাস শিকদার (৪৫)৷ এই হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে৷ পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে৷ তবে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি পাওয়া যায়নি৷
গ্রেপ্তার আসামিরা এই ছিনতাই ও হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, এই হত্যাকান্ডে আরও দু’জন জড়িত৷ তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এসপি গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে পুলিশের টহল বাড়ানো হবে।