নরসিংদীতে ভৈরব হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, চালক ও প্রতিবাদকারী সঙ্গে দুর্ব্যাবহার ও মারধর করে থানায় আটকে রাখার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। পুলিশের বিচারের আশ্বাসে সন্ধ্যায় অবরোধ তুলে দেন।
গত বৃহস্পতিবার বেলা ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। অবরোধের কারনে সড়কের দুই দিকে কয়েক কিলোমিটার জুড়ে তিব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী জুহেরা খাতুন বলেন, ‘নারায়পুর বাজার থেকে অটোরিকশাটি বাসস্ট্যান্ড আসার আগেই চার পাঁচজন পুলিশ চালককে মারধর করে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাঁধা দিলে তাদেরকেও মারধর করে থানায় নিয়ে যায়। এটা খুবই অন্যায়। বিচার চাই।’
ভৈরব হাইওয়ে থানার অস্থায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফখরুদ্দিন মুঠোফোন এ বিষয়ে জানতে চাইলে। তিনি সাংবাদিক পরিচিয় দিলে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। বার বার চেষ্টা করেও ফোন ধরেননি।
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
নরসিংদীতে ভৈরব হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, চালক ও প্রতিবাদকারী সঙ্গে দুর্ব্যাবহার ও মারধর করে থানায় আটকে রাখার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। পুলিশের বিচারের আশ্বাসে সন্ধ্যায় অবরোধ তুলে দেন।
গত বৃহস্পতিবার বেলা ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। অবরোধের কারনে সড়কের দুই দিকে কয়েক কিলোমিটার জুড়ে তিব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী জুহেরা খাতুন বলেন, ‘নারায়পুর বাজার থেকে অটোরিকশাটি বাসস্ট্যান্ড আসার আগেই চার পাঁচজন পুলিশ চালককে মারধর করে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাঁধা দিলে তাদেরকেও মারধর করে থানায় নিয়ে যায়। এটা খুবই অন্যায়। বিচার চাই।’
ভৈরব হাইওয়ে থানার অস্থায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফখরুদ্দিন মুঠোফোন এ বিষয়ে জানতে চাইলে। তিনি সাংবাদিক পরিচিয় দিলে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। বার বার চেষ্টা করেও ফোন ধরেননি।