বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতি তুহিন দর্জি (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক ভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৮ টার দিকে শহরের সৈয়দারবালী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তুহিন দর্জিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার বাসিন্দা জাকির দর্জির ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, রাত ৮ টার দিকে তুহিন দর্জি ও তার এক বন্ধু শিমুল সৈয়দারবালী এলাকায় গেলে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ধাওয়া করলে শিমুল পালিয়ে গেলেও তুহিনকে বেধড়ক ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানিয়েছেন, এই ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। পরবর্তীতে অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তুহিন দর্জি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ভাবে কাজ করে।
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতি তুহিন দর্জি (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক ভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৮ টার দিকে শহরের সৈয়দারবালী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তুহিন দর্জিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার বাসিন্দা জাকির দর্জির ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, রাত ৮ টার দিকে তুহিন দর্জি ও তার এক বন্ধু শিমুল সৈয়দারবালী এলাকায় গেলে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ধাওয়া করলে শিমুল পালিয়ে গেলেও তুহিনকে বেধড়ক ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানিয়েছেন, এই ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। পরবর্তীতে অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তুহিন দর্জি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ভাবে কাজ করে।