চট্টগ্রামের রাউজানে বসতঘর হতে একটি ১৬ ফুট দৈর্ঘ্যরে বিশাল অজগর উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ৯ টায় উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাতোয়ান বাগিচা এলাকার নবী সুফীর বাড়ির শামশুল আলমের বসতঘরের লাকড়ির স্তুপ হতে এই অজগরটি উদ্ধার করেন গ্রামবাসী। অজগরটির ওজন ২২ কেজি। রাউজান বন কর্মকর্তা (ঢালা বিট কাম চেক স্টেশন অফিসার) পল্লব কুমার সাহা বলেন, শনিবার সকালে অজগরটি স্থানীয়দের কাছ থেকে গ্রহণ করে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি পাহাড়ে অবমুক্ত করা হয়। গত জানুয়ারি হতে এই পর্যন্ত রাউজানের লোকালয় হতে ৬টি অজগর উদ্ধার হয়েছে।
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রামের রাউজানে বসতঘর হতে একটি ১৬ ফুট দৈর্ঘ্যরে বিশাল অজগর উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ৯ টায় উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাতোয়ান বাগিচা এলাকার নবী সুফীর বাড়ির শামশুল আলমের বসতঘরের লাকড়ির স্তুপ হতে এই অজগরটি উদ্ধার করেন গ্রামবাসী। অজগরটির ওজন ২২ কেজি। রাউজান বন কর্মকর্তা (ঢালা বিট কাম চেক স্টেশন অফিসার) পল্লব কুমার সাহা বলেন, শনিবার সকালে অজগরটি স্থানীয়দের কাছ থেকে গ্রহণ করে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি পাহাড়ে অবমুক্ত করা হয়। গত জানুয়ারি হতে এই পর্যন্ত রাউজানের লোকালয় হতে ৬টি অজগর উদ্ধার হয়েছে।