alt

সারাদেশ

রংপুরের তারাগজ্ঞ থানার ওসি ডিআইজির আদেশ অমান্য করে এখনও স্বপদে ১৩ দিন ধরে বহাল

লিয়াকত আলী বাদল, রংপুর : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রংপুরের তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান রংপুর রেজ্ঞের ডিআইজির দেয়া ষ্টান্ড রিলিজ করে দিনাজপুরে বদলীর আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও স্বপদে থানায় বহাল তবিয়তে আছেন বলে অভিযোগ উঠেছে। অথচ বদলীর আদেশে তাকে ১২ সেপ্টেম্বরের মধ্যে বদলীহওয়া স্থানের জন্য ছাড় পত্র গ্রহন করার নির্দ্দেশ দেয়া হয়েছিলো অন্যথায় পরের দিন তার আদেশ ষ্টান্ড রিলিজ বলে গন্য হবে বলে আদেশ নামায় বরা হলেও দীর্ঘ ১৩ দিনেও সেই আদেশ পালন করেনি তারাগজ্ঞ থানার ওসি।

এদিকে ডিআজির বদলীর আদেশ অমান্য করে তারাগজ্ঞ থানায় দিব্যি ওসির দায়িত্ব পালন অব্যাহত রাখার ঘটনায় বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে।

তারাগজ্ঞ থানা এলাকার একটি যৌতুকের মামলায় আদালত কর্তৃক দেয়া ২ বছরের কারাদন্ড প্রদান করা আসামীকে গ্রেফতার না করায় ওসি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে ভিকটমি নারী রংপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা সংক্রান্ত খবর প্রকাশ করায় সাংবাদিক আশরাফুল ইসলামকে বাসা থেকে থানায় ধরে নিয়ে এসে একটি অভিযোগ তৈরী করিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেন ওসি। এ সংক্রান্ত খবর দৈনিক সংবাদের প্রথম পাতায় প্রকাশিত হলে রংপুর সহ সারা দেশে তোলপাড় শুরু হয়। বিষয়টি পুলিশের উর্ধতন কতৃপক্ষ দ্রæত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দ্দেশ দেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হবার পর অবশেষে রংপুর রেজ্ঞের ডিআইজির নির্দ্দেশে তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমানকে ষ্টান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেয়া হয়।

ডিআইজি আব্দুল বাতেন স্বাক্ষরিত স্মারক নম্বর ৬৬১ আদেশ নামায় উল্লেখ করা হয় তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান সহ ৪ পুলিশ কর্মকর্তাকে রংপুর বিভাগের অধিন বিভিন্ন জেলায় বদলীর আদেশ প্রদান করা হয়। সেখানে তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমানকে দিনাজপুরে বদলী করা হয়। বদলী আদেশে উল্লেখ করা হয় তাকে অব্যশই ১২ সেপ্টেম্বরের মধ্যে বদলীহওয়া স্থানের জন্য ছাড় পত্র গ্রহন করতে হবে। অন্যথায় পরের দিন ১৩ সেপ্টেম্বর তাৎক্ষনিক ভাবে তিনি অবমুক্ত হবেন (ষ্টান্ড রিলিজ) বলে গন্য হবেন। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে ওসি তারাগজ্ঞ ১০ সেপ্টেম্বর বদলীর আদেশ পাওয়ার পরেও তিনি দায়িত্বভার হস্তান্তর না করে দীর্ঘ ১৩ দিন ধরে সেখানে ওসির দায়িত্ব পালন করছেন। যা ডিআইজির আদেশ পুরোপুরি অমান্য করে চেইন অব ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে পুলিশের একজন উচ্চ পদস্থ অবসর প্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশে অনিশ্চুক এ প্রতিনিধিকে জানান ডিআইজি রংপুর রেজ্ঞ হচ্ছেন রংপুর বিভাগের পুলিশের প্রধান। তিনি লিখিত আদেশ দেবার পর পরেই ওসির সেই আদেশ নামা প্রতিপালন করা বাধ্যতামুলক ছিলো। কিন্তু কেন ডিআইজির আদেশ অমান্য করে এখনও সেখানে বহাল আছেন তা আমার জানা নেই। এর মাধ্যমে ডিআইজি পদমর্যাদার একজন উচ্চ পদস্থ কর্মকর্তার আদেশ অমান্য করায় আরো একটি শাস্তি যোগ্য অপরাধ হয়ে গেছে বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরীর সাথে তার মোবাইল ফোনে দুদিন যোগাযোগ করার পরেও কথা বলা সম্ভব হয়নি।

এদিকে পুলিশের সদর দপ্তর সহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সাধারন মানুষকে হয়রানি অভেধ ভাবে টাকা আদায় সহ বিভিন্ন ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগির অভিযোগ লিখিত আকারে গ্রহন করা হয়েছে।

সাংবাদিক আশরাফুল ইসলাম অভিযোগ করেন তিনি ২০১৪ সাল থেকে দেশের অন্যতম প্রচীনতম পত্রিকা দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান অতি সম্প্রতি যৌতুকের একটি মামলায় আদালত কর্তৃক দুই বছরের কারাদন্ডাদেশ দেয়া পলাতক আসামী তারাগজ্ঞ উপজেলার ইকরচালি বানিয়া পাড়া গ্রামের মহির উািদ্দনের ছেলে মমদেল হোসেনকে আদালতের নির্দ্দেশ সত্বেও গ্রেফতার না করায় ওই যৌতুক মামলার বাদী রংপুরের পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন। ওই লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১১/০৮/২৩ইং তারিখে দৈনিক সংবাদে ৭ম পাতায় একটি খবর প্রকাশিত হয়। যার শিরনাম ছিলো ”সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার না করায় ওসির বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ”। এ খবর প্রকাশিত হলে পুলিশের উর্ধতন মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এ খবর করায় সংবাদের তারাগজ্ঞ উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের প্রতি রুষ্ট হন ওসি। অন্যদিকে গত ২৪ আগষ্ট রংপুর নগরীতে মানব কল্যান সংস্থার ও সিএসও ফোরাম যৌথভাবে আয়োজিত নারী নির্যাতন বিরোধী কর্মশালায় সংবাদের প্রতিনিধি তারাগজ্ঞ থানায় আশ্রায়ন প্রকল্প সহ দুটি স্থানে দুই শিশুকে ধর্ষন করার চেষ্টার ঘটনায় তারাগজ্ঞ থানা পুলিশ মামলা নেয়নি মর্মে অভিযোগ করে উপজেলায় নারী নির্যাতন বেড়েছে মর্মে বক্তব্য রাখেন। পর পর দুটি ঘটনায় ওসি সংবাদ প্রতিনিধির উপর ক্ষিপ্ত হয়ে শায়েস্তা করার পথ খুজছিলেন। এরই মধ্যে গত ৩০ আগষ্ট বুধবার জমা নিয়ে পুর্ব বিরোধের ঘটনায় তার চাচা সহ ছোট ভাইদের সাথে হাতাহাতি আর সংঘর্ষ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে যেখানে সংবাদ প্রতিনিধি উপস্থিত না থাকলেও প্রতিপক্ষকে তারাগজ্ঞ থানায় ডেকে এনে ওসি রাতে একটি লিখিত অভিযোগ নিয়ে রেখে দেন। এরপর ঘটনার ৩দিন পর ২ সেপ্টেম্বর সকালে সংবাদ প্রতিনিধিকে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনার দু ঘন্টা পর মারামারি ঘটনার কথা উল্লেখ করে মামলা রেকর্ড করে তাকে আদালতে চালান দেয়া হয়। এলাকাবাসি ও পুলিশের অন্যান্য সদস্যরা জানিয়েছেন ওসি সংবাদ প্রতিনিধি ধরে এনে তার পরে মামলা পুর্বের সময় দেখিয়ে রেকর্ড করিয়েছেন। এ ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেন সংবাদ প্রতিনিধি আশরাফুল ইসলাম।

ছবি

টানা বৃষ্টি, কমবে তাপমাত্রা, বাড়বে শীত

যান্ত্রিক ত্রুটিতে সিইউএফএল, ফের উৎপাদন বন্ধ

দেবীগঞ্জে আমন সংগ্রহ উদ্বোধন

হাজীগঞ্জে বিনামূল্যে সার বীজ পাচ্ছেন সাড়ে ৮ হাজার কৃষক

ছবি

বাহুবলে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ সহজ করেছে আনোয়ারার চার সেতু 

ছবি

সরকার বঞ্চিত কোটি টাকার রাজস্ব থেকে, ভোগান্তিতে মালিকরা

ছবি

সারা দেশে র‍্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

ছবি

বছরের প্রথম দিনে ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন

ছবি

ইউনেসকোর স্বীকৃতি পেল ঢাকার রিকশা ও রিকশাচিত্র

ছবি

যমুনার চরে বৈচিত্র্যময় সবুজ ফসলের সমারোহ

চান্দিনা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা

গৌরীপুরে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী

ছবি

সাভারে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

মির্জাগঞ্জে ভিটামিন ‘এ’ খাবে ২২৬০১ শিশু

ছবি

শীতের শুরুতেই সিরাজগঞ্জে গরম কাপড় কেনার ধুম

ছবি

একটি রাস্তা নির্মাণে চাষাবাদের আওতায় ১২শ বিঘা জমি

ছবি

রাজধানীর মানিকনগরে তিন বাসে আগুন

না’গঞ্জে বাড়ছে নারীর প্রতি সহিংসতা

ছবি

টানা ১৫ বার সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া

ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

জয়পুরহাটে বিজিবির ২০ কোটি টাকার মাদক ধ্বংস

আরএমপিতে নানা অপরাধে আটক ১৭

তাড়াইলে স্ত্রীকে হত্যা মামলার ১৭ বছর পর আসামি আটক

ছবি

পূর্বধলায় নির্মাণের ৫ মাসেই রাস্তা বেহাল

ছবি

নাটোরে গ্যারেজে আগুন, মেয়রের গাড়িসহ পুড়ল ১১ বাহন

ছবি

আবারও গুলিস্তানে বাসে আগুন

ছবি

যশোরের যুবদল নেতাকে ডান্ডাবেড়ি পরানোর ব্যাখ্যা চায় হাই কোর্ট

পাথরঘাটায় সড়ক দূর্ঘটনায় অধ্যক্ষ নিহত, সাংবাদিক আহত

ছবি

ঢাকার পাঁচ আসনে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

ছবি

পল্টনে অবরোধের সমর্থনে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

ছবি

নাটোরে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন

দুই দিনের মধ্যে ঢাকার ৩৩ থানার ওসি বদলি

আগুনে পুড়ল গরিবের স্বপ্ন

ছবি

উল্লাপাড়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

তাহিরপুরে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

tab

সারাদেশ

রংপুরের তারাগজ্ঞ থানার ওসি ডিআইজির আদেশ অমান্য করে এখনও স্বপদে ১৩ দিন ধরে বহাল

লিয়াকত আলী বাদল, রংপুর

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রংপুরের তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান রংপুর রেজ্ঞের ডিআইজির দেয়া ষ্টান্ড রিলিজ করে দিনাজপুরে বদলীর আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও স্বপদে থানায় বহাল তবিয়তে আছেন বলে অভিযোগ উঠেছে। অথচ বদলীর আদেশে তাকে ১২ সেপ্টেম্বরের মধ্যে বদলীহওয়া স্থানের জন্য ছাড় পত্র গ্রহন করার নির্দ্দেশ দেয়া হয়েছিলো অন্যথায় পরের দিন তার আদেশ ষ্টান্ড রিলিজ বলে গন্য হবে বলে আদেশ নামায় বরা হলেও দীর্ঘ ১৩ দিনেও সেই আদেশ পালন করেনি তারাগজ্ঞ থানার ওসি।

এদিকে ডিআজির বদলীর আদেশ অমান্য করে তারাগজ্ঞ থানায় দিব্যি ওসির দায়িত্ব পালন অব্যাহত রাখার ঘটনায় বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে।

তারাগজ্ঞ থানা এলাকার একটি যৌতুকের মামলায় আদালত কর্তৃক দেয়া ২ বছরের কারাদন্ড প্রদান করা আসামীকে গ্রেফতার না করায় ওসি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে ভিকটমি নারী রংপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা সংক্রান্ত খবর প্রকাশ করায় সাংবাদিক আশরাফুল ইসলামকে বাসা থেকে থানায় ধরে নিয়ে এসে একটি অভিযোগ তৈরী করিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেন ওসি। এ সংক্রান্ত খবর দৈনিক সংবাদের প্রথম পাতায় প্রকাশিত হলে রংপুর সহ সারা দেশে তোলপাড় শুরু হয়। বিষয়টি পুলিশের উর্ধতন কতৃপক্ষ দ্রæত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দ্দেশ দেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হবার পর অবশেষে রংপুর রেজ্ঞের ডিআইজির নির্দ্দেশে তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমানকে ষ্টান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেয়া হয়।

ডিআইজি আব্দুল বাতেন স্বাক্ষরিত স্মারক নম্বর ৬৬১ আদেশ নামায় উল্লেখ করা হয় তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান সহ ৪ পুলিশ কর্মকর্তাকে রংপুর বিভাগের অধিন বিভিন্ন জেলায় বদলীর আদেশ প্রদান করা হয়। সেখানে তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমানকে দিনাজপুরে বদলী করা হয়। বদলী আদেশে উল্লেখ করা হয় তাকে অব্যশই ১২ সেপ্টেম্বরের মধ্যে বদলীহওয়া স্থানের জন্য ছাড় পত্র গ্রহন করতে হবে। অন্যথায় পরের দিন ১৩ সেপ্টেম্বর তাৎক্ষনিক ভাবে তিনি অবমুক্ত হবেন (ষ্টান্ড রিলিজ) বলে গন্য হবেন। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে ওসি তারাগজ্ঞ ১০ সেপ্টেম্বর বদলীর আদেশ পাওয়ার পরেও তিনি দায়িত্বভার হস্তান্তর না করে দীর্ঘ ১৩ দিন ধরে সেখানে ওসির দায়িত্ব পালন করছেন। যা ডিআইজির আদেশ পুরোপুরি অমান্য করে চেইন অব ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে পুলিশের একজন উচ্চ পদস্থ অবসর প্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশে অনিশ্চুক এ প্রতিনিধিকে জানান ডিআইজি রংপুর রেজ্ঞ হচ্ছেন রংপুর বিভাগের পুলিশের প্রধান। তিনি লিখিত আদেশ দেবার পর পরেই ওসির সেই আদেশ নামা প্রতিপালন করা বাধ্যতামুলক ছিলো। কিন্তু কেন ডিআইজির আদেশ অমান্য করে এখনও সেখানে বহাল আছেন তা আমার জানা নেই। এর মাধ্যমে ডিআইজি পদমর্যাদার একজন উচ্চ পদস্থ কর্মকর্তার আদেশ অমান্য করায় আরো একটি শাস্তি যোগ্য অপরাধ হয়ে গেছে বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরীর সাথে তার মোবাইল ফোনে দুদিন যোগাযোগ করার পরেও কথা বলা সম্ভব হয়নি।

এদিকে পুলিশের সদর দপ্তর সহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সাধারন মানুষকে হয়রানি অভেধ ভাবে টাকা আদায় সহ বিভিন্ন ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগির অভিযোগ লিখিত আকারে গ্রহন করা হয়েছে।

সাংবাদিক আশরাফুল ইসলাম অভিযোগ করেন তিনি ২০১৪ সাল থেকে দেশের অন্যতম প্রচীনতম পত্রিকা দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তারাগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান অতি সম্প্রতি যৌতুকের একটি মামলায় আদালত কর্তৃক দুই বছরের কারাদন্ডাদেশ দেয়া পলাতক আসামী তারাগজ্ঞ উপজেলার ইকরচালি বানিয়া পাড়া গ্রামের মহির উািদ্দনের ছেলে মমদেল হোসেনকে আদালতের নির্দ্দেশ সত্বেও গ্রেফতার না করায় ওই যৌতুক মামলার বাদী রংপুরের পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন। ওই লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১১/০৮/২৩ইং তারিখে দৈনিক সংবাদে ৭ম পাতায় একটি খবর প্রকাশিত হয়। যার শিরনাম ছিলো ”সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার না করায় ওসির বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ”। এ খবর প্রকাশিত হলে পুলিশের উর্ধতন মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এ খবর করায় সংবাদের তারাগজ্ঞ উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের প্রতি রুষ্ট হন ওসি। অন্যদিকে গত ২৪ আগষ্ট রংপুর নগরীতে মানব কল্যান সংস্থার ও সিএসও ফোরাম যৌথভাবে আয়োজিত নারী নির্যাতন বিরোধী কর্মশালায় সংবাদের প্রতিনিধি তারাগজ্ঞ থানায় আশ্রায়ন প্রকল্প সহ দুটি স্থানে দুই শিশুকে ধর্ষন করার চেষ্টার ঘটনায় তারাগজ্ঞ থানা পুলিশ মামলা নেয়নি মর্মে অভিযোগ করে উপজেলায় নারী নির্যাতন বেড়েছে মর্মে বক্তব্য রাখেন। পর পর দুটি ঘটনায় ওসি সংবাদ প্রতিনিধির উপর ক্ষিপ্ত হয়ে শায়েস্তা করার পথ খুজছিলেন। এরই মধ্যে গত ৩০ আগষ্ট বুধবার জমা নিয়ে পুর্ব বিরোধের ঘটনায় তার চাচা সহ ছোট ভাইদের সাথে হাতাহাতি আর সংঘর্ষ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে যেখানে সংবাদ প্রতিনিধি উপস্থিত না থাকলেও প্রতিপক্ষকে তারাগজ্ঞ থানায় ডেকে এনে ওসি রাতে একটি লিখিত অভিযোগ নিয়ে রেখে দেন। এরপর ঘটনার ৩দিন পর ২ সেপ্টেম্বর সকালে সংবাদ প্রতিনিধিকে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনার দু ঘন্টা পর মারামারি ঘটনার কথা উল্লেখ করে মামলা রেকর্ড করে তাকে আদালতে চালান দেয়া হয়। এলাকাবাসি ও পুলিশের অন্যান্য সদস্যরা জানিয়েছেন ওসি সংবাদ প্রতিনিধি ধরে এনে তার পরে মামলা পুর্বের সময় দেখিয়ে রেকর্ড করিয়েছেন। এ ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেন সংবাদ প্রতিনিধি আশরাফুল ইসলাম।

back to top