আগামী তিন দিনের সরকারি ছুটি সামনে রেখে সিলেটে লাখো পর্যটকের ঢল নামতে যাচ্ছে। এই ছুটি উপলক্ষে এরইমধ্যে বুকিং হয়ে গেছে তারকা হোটেল শুরু করে সব ধরনের হোটেল-রিসোর্ট। কোথাও কোন হোটেলের কক্ষ খালি নেই। এতে করে অনেক পর্যটক তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)-এর ছুটি। পরের দুদিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় এই লাখো পর্যটকের সমাগম ঘটছে।
ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানের কাজ করেন তামিম
চৌধুরী। তিনি এই ছুটিতে সিলেট আসতে চেয়েছিলেন। গত সোমবার যোগাযোগ করেন হোটেল ফরচুন গার্ডেনের জেনারেল ম্যানেজার ধ্রুবেশ চক্রবর্তীর সাথে। কিন্তু হোটেল থেকে সাফ জানিয়ে দেয়া হয় সব কক্ষ বুকিং হয়ে গেছে। এরপর তামিম লোক মারফতে যোগাযোগ করেন হোটেল গোল্ডেন সিটি, হোটেল সিলভিউ, হোটেল সুপ্রিম, হোটেল লাবিস্তা, হোটেল লা-রোজ, গার্ডেন ইন, হোটেল ভ্যালি গার্ডেন, হোটল গুলশান, হোটেল শাহবানসহ অসংখ্য হেটেলে। কিন্তু কোথাও কক্ষ না পেয়ে হতাশ হন এই পর্যটক। একপর্যায়ে তার জন্য যোগাযোগ করা হয় তারকা হোটেল রোজভিউ, স্টার স্প্যাসিফিক, গ্র্যান্ড প্যালেস। সেখানেও কোনো কক্ষ খালি পাওয়া যায়নি। এমন অসংখ্য পর্যটক সিলেট আসতে চাইলেও হোটেল খালি না পাওয়ায় সফর বাতিল করেছেন।
সিলেটের হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিন ধরে বিভিন্ন মাধ্যমে সিলেটের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বুকিং দিয়ে রাখছেন দেশের বিভিন্ন প্রান্তের লোকজন। রবিবারের (২৪ সেপ্টেম্বর) মধ্যেই সিলেটের প্রায় ৯০ ভাগ হোটেল-মোটেলের থাকার কক্ষগুলো বুকিং করে রেখে দিয়েছেন পর্যটকরা। সোমবারও তারা যোগাযোগ করলেও বেশিরভাগকে ফিরিয়ে দিতে হচ্ছে। উন্নতমানের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে ইতোমধ্যে।
সিলেট ট্যুরিজম ক্লাবের সভপতি হুমায়ুন কবির লিটন বলেন, ছুটির তিন দিনে সিলেটে লাখো পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে। বিষয়টি সিলেটের পর্যটন খাতের জন্য খুবই ইতিবাচক। করোনাকালীন ৩ বছরের ক্ষতি পুষাতে কিছুটা সহায়ক হবে।
হোটেল ফরচুন গার্ডেনের জেনারেল ম্যানেজার ধ্রবেশ চক্রবর্তী বলেন, তার হোটেলসহ কোনো হোটেলে কক্ষ খালি নেই। অনেক পর্যটকদের তারা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশের সিলেট রিজিওনের এসপি মো. বেলাল হোসেন বলেন, সাপ্তাহিক ও বিভিন্ন ছুটির সময় সিলেটে পর্যটকদের ভিড় থাকে। এসব দিনে পর্যটকদের নিরাপত্তায় সিলেটে বিশেষভাবে সতর্ক ও প্রস্তুত থাকে ট্যুরিস্ট পুলিশ। আগামী তিন দিনও এর ব্যতিক্রম ঘটবে না। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিবো।
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
আগামী তিন দিনের সরকারি ছুটি সামনে রেখে সিলেটে লাখো পর্যটকের ঢল নামতে যাচ্ছে। এই ছুটি উপলক্ষে এরইমধ্যে বুকিং হয়ে গেছে তারকা হোটেল শুরু করে সব ধরনের হোটেল-রিসোর্ট। কোথাও কোন হোটেলের কক্ষ খালি নেই। এতে করে অনেক পর্যটক তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)-এর ছুটি। পরের দুদিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় এই লাখো পর্যটকের সমাগম ঘটছে।
ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানের কাজ করেন তামিম
চৌধুরী। তিনি এই ছুটিতে সিলেট আসতে চেয়েছিলেন। গত সোমবার যোগাযোগ করেন হোটেল ফরচুন গার্ডেনের জেনারেল ম্যানেজার ধ্রুবেশ চক্রবর্তীর সাথে। কিন্তু হোটেল থেকে সাফ জানিয়ে দেয়া হয় সব কক্ষ বুকিং হয়ে গেছে। এরপর তামিম লোক মারফতে যোগাযোগ করেন হোটেল গোল্ডেন সিটি, হোটেল সিলভিউ, হোটেল সুপ্রিম, হোটেল লাবিস্তা, হোটেল লা-রোজ, গার্ডেন ইন, হোটেল ভ্যালি গার্ডেন, হোটল গুলশান, হোটেল শাহবানসহ অসংখ্য হেটেলে। কিন্তু কোথাও কক্ষ না পেয়ে হতাশ হন এই পর্যটক। একপর্যায়ে তার জন্য যোগাযোগ করা হয় তারকা হোটেল রোজভিউ, স্টার স্প্যাসিফিক, গ্র্যান্ড প্যালেস। সেখানেও কোনো কক্ষ খালি পাওয়া যায়নি। এমন অসংখ্য পর্যটক সিলেট আসতে চাইলেও হোটেল খালি না পাওয়ায় সফর বাতিল করেছেন।
সিলেটের হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিন ধরে বিভিন্ন মাধ্যমে সিলেটের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বুকিং দিয়ে রাখছেন দেশের বিভিন্ন প্রান্তের লোকজন। রবিবারের (২৪ সেপ্টেম্বর) মধ্যেই সিলেটের প্রায় ৯০ ভাগ হোটেল-মোটেলের থাকার কক্ষগুলো বুকিং করে রেখে দিয়েছেন পর্যটকরা। সোমবারও তারা যোগাযোগ করলেও বেশিরভাগকে ফিরিয়ে দিতে হচ্ছে। উন্নতমানের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে ইতোমধ্যে।
সিলেট ট্যুরিজম ক্লাবের সভপতি হুমায়ুন কবির লিটন বলেন, ছুটির তিন দিনে সিলেটে লাখো পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে। বিষয়টি সিলেটের পর্যটন খাতের জন্য খুবই ইতিবাচক। করোনাকালীন ৩ বছরের ক্ষতি পুষাতে কিছুটা সহায়ক হবে।
হোটেল ফরচুন গার্ডেনের জেনারেল ম্যানেজার ধ্রবেশ চক্রবর্তী বলেন, তার হোটেলসহ কোনো হোটেলে কক্ষ খালি নেই। অনেক পর্যটকদের তারা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশের সিলেট রিজিওনের এসপি মো. বেলাল হোসেন বলেন, সাপ্তাহিক ও বিভিন্ন ছুটির সময় সিলেটে পর্যটকদের ভিড় থাকে। এসব দিনে পর্যটকদের নিরাপত্তায় সিলেটে বিশেষভাবে সতর্ক ও প্রস্তুত থাকে ট্যুরিস্ট পুলিশ। আগামী তিন দিনও এর ব্যতিক্রম ঘটবে না। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিবো।