গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী মার্কেট এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১ এর একটি দল। গত মঙ্গলবার বিকেলে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর ইয়াছির আরাফাত হোসাইন।
জানা যায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুর হয়ে রাজশাহী জেলার দিকে একটি ট্রাক দিয়ে গাঁজার একটি বড় চালান যাচ্ছে। এ সময় মেজর মাসুদ হায়দারের নেতৃত্বে র্যাবের একটি দল কাপাসিয়া- কালীগঞ্জ সড়কের চেরাগআলী মার্কেট এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। পরে দুপুর পৌনে ১২ টার দিকে ঢেউটিন বাহী একটি ট্রাকে ( ঢাকা মেট্রো-ট-১২-১১৩৭) তল্লাশী চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন।
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী মার্কেট এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১ এর একটি দল। গত মঙ্গলবার বিকেলে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর ইয়াছির আরাফাত হোসাইন।
জানা যায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুর হয়ে রাজশাহী জেলার দিকে একটি ট্রাক দিয়ে গাঁজার একটি বড় চালান যাচ্ছে। এ সময় মেজর মাসুদ হায়দারের নেতৃত্বে র্যাবের একটি দল কাপাসিয়া- কালীগঞ্জ সড়কের চেরাগআলী মার্কেট এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। পরে দুপুর পৌনে ১২ টার দিকে ঢেউটিন বাহী একটি ট্রাকে ( ঢাকা মেট্রো-ট-১২-১১৩৭) তল্লাশী চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন।