পর্যটন মৌসুমের শুরুতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রথম জাহাজ এফবি বার আউলিয়াযোগে সেন্টমার্টিন গেলেন ৫১৭ পর্যটক। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৫১৭ পর্যটক নিয়ে যাত্রা করে জাহাজটি। পরে বেলা ১১টা ৫০ মিনিটে জাহাজটি দ্বীপে পৌঁছায়।
সি-ক্রোজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বুধবার সকাল থেকে টেকনাফ দমদমিয়াস্থলে বার আউলিয়া পর্যটকবাহী জাহাজ জেটি ঘাটে ভিড় করেন ভ্রমণে আসা পর্যটকরা। এ সময় কোস্টগার্ড, নৌ-পুলিশসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা তদারকির দায়িত্বে পালন করেন। এরপর নিরাপদে ৫১৭ পর্যটক নিয়ে মাত্র ২ ঘণ্টায় সেন্টমার্টিন পৌঁছায় পর্যটকরা। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী ও দ্বীপের বাসিন্দারা। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুনরায় জাহাজটি টেকনাফ উদ্দেশ্যে সেন্টমার্টিন ছেড়ে আসে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নয়ন শীল বলেন, ‘কোনো জাহাজ যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য আমরা তদারকি করছি। প্রথম দিনে ৫১৭ যাত্রী নিয়ে ‘বার আউলিয়া’ জাহাজ সেন্টমার্টিন রওনা করে। এ জাহাজে ৮৫০ যাত্রী ধারণ ক্ষমতা আছে।
সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটক শাহীন একরাম বলেন, প্রথমবারের মতো প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঘুরতে এসেছি, খুব আনন্দ লাগছে। আমাদের দলে ২৫ জন সদস্য রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী জানান, বুধবার সকালে ওই পর্যটকবাহী জাহাজে করে ৫০০ এর বেশি ভ্রমণকারী সেন্টমার্টিন দ্বীপে রওনা দিয়েছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলকভাবে এ জাহাজগুলো চলাচল শুরু করেছে।
এদিকে দীর্ঘ ৬ মাস পর বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষণদল ‘বার আউলিয়া’ নামক জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিন পরিদর্শন করেছেন।
পর্যবেক্ষণদলের নেতৃত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৭ দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসাবে বুধবার ২৭ সেপ্টেম্বর থেকে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। পর্যবেক্ষণ দলটি উভয়পাড়ের জেটিঘাট, নাফনদীর নাব্যতাসহ নানা বিষয়ে উপযোগী কিনা খতিয়ে দেখেছি। এর আগে চলতি বছরের ২১ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় কক্সবাজার জেলা প্রশাসন।
পেকুয়ায় বন্য হাতির আক্রমনে বাক প্রতিবন্ধীর মৃত্যু
জেলা বার্তা পরিবেশক, কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমনে আব্দুর রহমান প্রকাশ বোরহান উদ্দিন (৩৭) নামের এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কেরনছড়ি বড় ছনখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বোরহান কেরনছড়ী এলাকার শাহ্ আলমের ছেলে।
স্থানীয়রা বলেন, বোরহান উদ্দিন সকালে দুর্গম পাহাড়ের কেরনছড়ির বড় ছনখোলা এলাকায় লাকড়ি কুড়াতে গেলে বন্য হাতির কবলে পড়ে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পথচারীরা দুপুরে তার মৃতদেহ দেখতে পায়। তখন তার বাড়িতে খবর দেয় এবং তার মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় এমইউপি আব্দুল হক জানান, বোরহান উদ্দীন একজন বাক প্রতিবন্ধী। সে সকালে বড় ছনখোলা এলাকায় শুকনো লাকড়ি কুড়াতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহতের পিতা শাহ আলম জানান, বুধবার সকালে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে পাহাড়ে লাকড়ি কুড়াতে যায়। দুপুর দেড়টার দিকে খবর পাই আমার ছেলে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে।
টইটং বিট কর্মকর্তা জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারহান উদ্দিন এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
পর্যটন মৌসুমের শুরুতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রথম জাহাজ এফবি বার আউলিয়াযোগে সেন্টমার্টিন গেলেন ৫১৭ পর্যটক। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৫১৭ পর্যটক নিয়ে যাত্রা করে জাহাজটি। পরে বেলা ১১টা ৫০ মিনিটে জাহাজটি দ্বীপে পৌঁছায়।
সি-ক্রোজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বুধবার সকাল থেকে টেকনাফ দমদমিয়াস্থলে বার আউলিয়া পর্যটকবাহী জাহাজ জেটি ঘাটে ভিড় করেন ভ্রমণে আসা পর্যটকরা। এ সময় কোস্টগার্ড, নৌ-পুলিশসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা তদারকির দায়িত্বে পালন করেন। এরপর নিরাপদে ৫১৭ পর্যটক নিয়ে মাত্র ২ ঘণ্টায় সেন্টমার্টিন পৌঁছায় পর্যটকরা। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী ও দ্বীপের বাসিন্দারা। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুনরায় জাহাজটি টেকনাফ উদ্দেশ্যে সেন্টমার্টিন ছেড়ে আসে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নয়ন শীল বলেন, ‘কোনো জাহাজ যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য আমরা তদারকি করছি। প্রথম দিনে ৫১৭ যাত্রী নিয়ে ‘বার আউলিয়া’ জাহাজ সেন্টমার্টিন রওনা করে। এ জাহাজে ৮৫০ যাত্রী ধারণ ক্ষমতা আছে।
সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটক শাহীন একরাম বলেন, প্রথমবারের মতো প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঘুরতে এসেছি, খুব আনন্দ লাগছে। আমাদের দলে ২৫ জন সদস্য রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী জানান, বুধবার সকালে ওই পর্যটকবাহী জাহাজে করে ৫০০ এর বেশি ভ্রমণকারী সেন্টমার্টিন দ্বীপে রওনা দিয়েছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলকভাবে এ জাহাজগুলো চলাচল শুরু করেছে।
এদিকে দীর্ঘ ৬ মাস পর বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষণদল ‘বার আউলিয়া’ নামক জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিন পরিদর্শন করেছেন।
পর্যবেক্ষণদলের নেতৃত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৭ দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসাবে বুধবার ২৭ সেপ্টেম্বর থেকে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। পর্যবেক্ষণ দলটি উভয়পাড়ের জেটিঘাট, নাফনদীর নাব্যতাসহ নানা বিষয়ে উপযোগী কিনা খতিয়ে দেখেছি। এর আগে চলতি বছরের ২১ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় কক্সবাজার জেলা প্রশাসন।
পেকুয়ায় বন্য হাতির আক্রমনে বাক প্রতিবন্ধীর মৃত্যু
জেলা বার্তা পরিবেশক, কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমনে আব্দুর রহমান প্রকাশ বোরহান উদ্দিন (৩৭) নামের এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কেরনছড়ি বড় ছনখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বোরহান কেরনছড়ী এলাকার শাহ্ আলমের ছেলে।
স্থানীয়রা বলেন, বোরহান উদ্দিন সকালে দুর্গম পাহাড়ের কেরনছড়ির বড় ছনখোলা এলাকায় লাকড়ি কুড়াতে গেলে বন্য হাতির কবলে পড়ে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পথচারীরা দুপুরে তার মৃতদেহ দেখতে পায়। তখন তার বাড়িতে খবর দেয় এবং তার মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় এমইউপি আব্দুল হক জানান, বোরহান উদ্দীন একজন বাক প্রতিবন্ধী। সে সকালে বড় ছনখোলা এলাকায় শুকনো লাকড়ি কুড়াতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহতের পিতা শাহ আলম জানান, বুধবার সকালে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে পাহাড়ে লাকড়ি কুড়াতে যায়। দুপুর দেড়টার দিকে খবর পাই আমার ছেলে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে।
টইটং বিট কর্মকর্তা জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারহান উদ্দিন এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।