জামালপুর সদর-৫ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী মো. আনোয়ার হোসেনের নির্বাচনী প্রচারনা পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় শহরের বিভিন্ন স্থানে লাগানো তার এক’শ ফেস্টুনও সরিয়ে ফেলা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, দু’দিন ধরে শহরের বিভিন্ন স্থানে লাগানো তার নির্বাচনী পোস্টার ও ফেস্টুনগুলো রাতের অন্ধকারে কে বা কাহারা ছিঁড়ে ফেলছে।
তিনি বলেন, দুর্বৃত্তরা তার পোস্টার ছিঁড়েই ক্ষান্ত হয়নি তারা শহরের বিভিন্ন স্থানে লাগানো তার শতাধিক ফেস্টুনও সরিয়ে ফেলেছে। এ ঘটনায় তিনি তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
এব্যাপারে জামালপুর সদর থানার ওসি কাজী শাহ্নেওয়াজ জানান, জামালপুর সদর-৫ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী মো.আনোয়ার হোসেন তার নির্বাচনী প্রচারনা পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। এ ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি।
উল্লেখ্য, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো.জাকির হোসেনও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
জামালপুর সদর-৫ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী মো. আনোয়ার হোসেনের নির্বাচনী প্রচারনা পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় শহরের বিভিন্ন স্থানে লাগানো তার এক’শ ফেস্টুনও সরিয়ে ফেলা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, দু’দিন ধরে শহরের বিভিন্ন স্থানে লাগানো তার নির্বাচনী পোস্টার ও ফেস্টুনগুলো রাতের অন্ধকারে কে বা কাহারা ছিঁড়ে ফেলছে।
তিনি বলেন, দুর্বৃত্তরা তার পোস্টার ছিঁড়েই ক্ষান্ত হয়নি তারা শহরের বিভিন্ন স্থানে লাগানো তার শতাধিক ফেস্টুনও সরিয়ে ফেলেছে। এ ঘটনায় তিনি তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
এব্যাপারে জামালপুর সদর থানার ওসি কাজী শাহ্নেওয়াজ জানান, জামালপুর সদর-৫ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী মো.আনোয়ার হোসেন তার নির্বাচনী প্রচারনা পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। এ ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি।
উল্লেখ্য, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো.জাকির হোসেনও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।