‘ঘুষ নির্ধারণ’ করে দেয়ার অভিযোগে অভিযুক্ত পিরোজপুরের নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মো. মাসুদুর রহমানকে সরকার সাময়িকভাবে বরখাস্তের পর এবার উপজেলার ৪ তহশিলদার ও ভূমি অফিসের দুই কর্মচারিকে জেলার বাহিরে বদলি করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব এর স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে বদলীর এ আদেশ দেওয়া হয় এবং আদেশে তাদেরকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ করা হয়। বিষয়টি সংবাদ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস।
বদলির আদেশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) শাহজাহান কবিরকে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন ভূমি অফিস,মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মোঃ সুজনকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন ভূমি অফিস, শেখমাটিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) মোঃ হাসান হাওলাদারকে বরিশাল জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন ভূমি অফিস এবং শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) পরিমল কুমারকে বরগুনার তালতলি উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ভূমি অফিসে বদলি করা হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব সাক্ষরিত অন্য এক আদেশে ভূমি অফিসের কর্মচারি সার্টিফিকেট পেশকার মারুফকে ঐ ঘটনায় জেলার ইন্দুরকানি উপজেলায় বদলি করলেও পরবর্তী আদেশে বরিশালের হিজলা উপজেলায় বদলি করা হয় এবং নাজির মফিজুল ইসলামকে ভোলার মনপুরা উপজেলায় বদলি করা হয়। একইসঙ্গে বদলিকৃতরা নির্ধারিত তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৭ সেপ্টেম্বর বুধবার বিকাল থেকে বর্তমান কর্মস্থলে তাহারা অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এর আগে গত জুলাই মাসের প্রথম দিকে উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড মো. মাসুদুর রহমানের তার নিজ অফিস কক্ষে বসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহশিলদারদের সঙ্গে নামজারির জন্য ঘুসের টাকা নির্ধারণের একটি কথোপকথন হয়। পরে ওই কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় "নামজারিতে ঘুষ,তহশিলদারদের এসিল্যান্ডের নির্দেশনার অডিও ফাঁস" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় অভিযুক্ত এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন।
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
‘ঘুষ নির্ধারণ’ করে দেয়ার অভিযোগে অভিযুক্ত পিরোজপুরের নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মো. মাসুদুর রহমানকে সরকার সাময়িকভাবে বরখাস্তের পর এবার উপজেলার ৪ তহশিলদার ও ভূমি অফিসের দুই কর্মচারিকে জেলার বাহিরে বদলি করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব এর স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে বদলীর এ আদেশ দেওয়া হয় এবং আদেশে তাদেরকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ করা হয়। বিষয়টি সংবাদ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস।
বদলির আদেশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) শাহজাহান কবিরকে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন ভূমি অফিস,মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মোঃ সুজনকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন ভূমি অফিস, শেখমাটিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) মোঃ হাসান হাওলাদারকে বরিশাল জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন ভূমি অফিস এবং শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) পরিমল কুমারকে বরগুনার তালতলি উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ভূমি অফিসে বদলি করা হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব সাক্ষরিত অন্য এক আদেশে ভূমি অফিসের কর্মচারি সার্টিফিকেট পেশকার মারুফকে ঐ ঘটনায় জেলার ইন্দুরকানি উপজেলায় বদলি করলেও পরবর্তী আদেশে বরিশালের হিজলা উপজেলায় বদলি করা হয় এবং নাজির মফিজুল ইসলামকে ভোলার মনপুরা উপজেলায় বদলি করা হয়। একইসঙ্গে বদলিকৃতরা নির্ধারিত তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৭ সেপ্টেম্বর বুধবার বিকাল থেকে বর্তমান কর্মস্থলে তাহারা অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এর আগে গত জুলাই মাসের প্রথম দিকে উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড মো. মাসুদুর রহমানের তার নিজ অফিস কক্ষে বসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহশিলদারদের সঙ্গে নামজারির জন্য ঘুসের টাকা নির্ধারণের একটি কথোপকথন হয়। পরে ওই কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় "নামজারিতে ঘুষ,তহশিলদারদের এসিল্যান্ডের নির্দেশনার অডিও ফাঁস" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় অভিযুক্ত এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন।