নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালতির বিলের খোলাবাড়িয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু দুটি লালপুর উপজেলার আরবাব গ্রামের আরিফ ইসলামের ছেলে আবদুর রহমান (৯) ও আব্দুল্লাহ (১১)।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার ছুটির দিনে লালপুর থেকে আরিফ ইসলাম তার দুই সন্তানসহ পরিবার নিয়ে ঘুরতে যান হালতির বিলে। শ্যালোইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে ঘুরতে বিলের খোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে নৌকাটি আচমকা ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা সবাই সাঁতরে তীরে উঠলেও সহোদর দুই শিশু নিখোঁজ হয়।
সবাই শিশু দুজনকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, লালপুর থেকে ওই পরিবার নলডাঙ্গায় বেড়াতে যায়। সেখানে নৌকা ডুবিতে দুই শিশু নিখোঁজ হয়। পরে তাদের সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালতির বিলের খোলাবাড়িয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু দুটি লালপুর উপজেলার আরবাব গ্রামের আরিফ ইসলামের ছেলে আবদুর রহমান (৯) ও আব্দুল্লাহ (১১)।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার ছুটির দিনে লালপুর থেকে আরিফ ইসলাম তার দুই সন্তানসহ পরিবার নিয়ে ঘুরতে যান হালতির বিলে। শ্যালোইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে ঘুরতে বিলের খোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে নৌকাটি আচমকা ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা সবাই সাঁতরে তীরে উঠলেও সহোদর দুই শিশু নিখোঁজ হয়।
সবাই শিশু দুজনকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, লালপুর থেকে ওই পরিবার নলডাঙ্গায় বেড়াতে যায়। সেখানে নৌকা ডুবিতে দুই শিশু নিখোঁজ হয়। পরে তাদের সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।