কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচন
কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাগো নিউজ ২৪ ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি আল-মামুন সাগর পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন। গত শনিবার ফলাফল ঘোষণা শেষে সন্ধ্যা ৭ টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতরা আগামী দুই বছর (২০২৩-২৫) প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯৮ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার শাহ আলম তিনি জেলা পরিসংখ্যান কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সুখেন কুমার পাল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কুষ্টিয়ার দর্পণের মজিবুল শেখ, সহ-সভাপতি পদে দৈনিক সময়ের কাগজর ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু নির্বাচিত হয়েছেন।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মাই টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচন
রোববার, ০১ অক্টোবর ২০২৩
কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাগো নিউজ ২৪ ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি আল-মামুন সাগর পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন। গত শনিবার ফলাফল ঘোষণা শেষে সন্ধ্যা ৭ টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতরা আগামী দুই বছর (২০২৩-২৫) প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯৮ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার শাহ আলম তিনি জেলা পরিসংখ্যান কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সুখেন কুমার পাল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কুষ্টিয়ার দর্পণের মজিবুল শেখ, সহ-সভাপতি পদে দৈনিক সময়ের কাগজর ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু নির্বাচিত হয়েছেন।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মাই টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত নির্বাচিত হয়েছেন।