গাইবান্ধা : নৌকাবাইচ উদ্বোধন করেন সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি -সংবাদ
আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ। নদীমাতৃক বাংলাদেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকাবাইচ আয়োজন করে। নৌকাবাইচকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে উৎসবের আমেজ সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। ব্রহ্মপুত্র নদ পাড়ে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে গ্রাম্যমেলা। গত মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার পর কামারজানী বন্দরের ব্রহ্মপুত্র নদে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি মো. মারুফ হাসানের পরিচালনায় নৌকা বাইচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাইবান্ধা সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রায়হান সরকার। গাইবান্ধার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ।
গাইবান্ধা : নৌকাবাইচ উদ্বোধন করেন সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি -সংবাদ
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ। নদীমাতৃক বাংলাদেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকাবাইচ আয়োজন করে। নৌকাবাইচকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে উৎসবের আমেজ সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। ব্রহ্মপুত্র নদ পাড়ে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে গ্রাম্যমেলা। গত মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার পর কামারজানী বন্দরের ব্রহ্মপুত্র নদে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি মো. মারুফ হাসানের পরিচালনায় নৌকা বাইচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাইবান্ধা সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রায়হান সরকার। গাইবান্ধার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ।