সশস্ত্র মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার সকালে আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান এ নোটিশ দেন বলে এ আদালতের পেশকার ইবনে সাউদ৷
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় আগামীকাল শুক্রবার সকাল ১১টায় গোলাম দস্তগীর বা তার প্রতিনিধিকে সিনিয়র সহকারী জজের কক্ষে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি৷
নারায়ণগঞ্জ-১ আসনে মন্ত্রী গোলাম দস্তগীর পুনরায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন৷ তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি৷
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৯ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী সশস্ত্র কর্মীসহ মিছিল নিয়ে রূপগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন৷ যা নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ), ৮(ক) ও (খ), ১১(ঘ) এবং ১২ এর গুরুতর লঙ্ঘণ৷
এর আগে মঙ্গলবার কয়েকশ’ নেতা-কর্মীর মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এই সময় তার কর্মী-সমর্থকদের মিছিলে এক ব্যক্তিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোলাম দস্তগীর গাজীর সমর্থনে মুড়াপাড়া এলাকা থেকে উপজেলা পরিষদ ভবন অভিমুখে কয়েকশ’ নেতা-কর্মীদের মিছিল বের হয়। এই মিছিলের একটি অংশকে নেতৃত্ব দেন উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি। ওই মিছিলের অগ্রভাগে এক ব্যক্তিকে তার কাঁধে শটগান ঝুলিয়ে ঘুরতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রধারী ওই ব্যক্তি গোলাম রসুল কলির ব্যক্তিগত দেহরক্ষী।
যোগাযোগ করা হলে গোলাম রসুলও বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “অস্ত্রধারী ওই ব্যক্তির নাম মো. জামান। তিনি তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। শটগানটি জামানের নামে লাইসেন্স করা।”
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ২৫ (ক) অনুযায়ী, “কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্টিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্ত নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।”
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
সশস্ত্র মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার সকালে আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান এ নোটিশ দেন বলে এ আদালতের পেশকার ইবনে সাউদ৷
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় আগামীকাল শুক্রবার সকাল ১১টায় গোলাম দস্তগীর বা তার প্রতিনিধিকে সিনিয়র সহকারী জজের কক্ষে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি৷
নারায়ণগঞ্জ-১ আসনে মন্ত্রী গোলাম দস্তগীর পুনরায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন৷ তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি৷
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৯ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী সশস্ত্র কর্মীসহ মিছিল নিয়ে রূপগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন৷ যা নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ), ৮(ক) ও (খ), ১১(ঘ) এবং ১২ এর গুরুতর লঙ্ঘণ৷
এর আগে মঙ্গলবার কয়েকশ’ নেতা-কর্মীর মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এই সময় তার কর্মী-সমর্থকদের মিছিলে এক ব্যক্তিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোলাম দস্তগীর গাজীর সমর্থনে মুড়াপাড়া এলাকা থেকে উপজেলা পরিষদ ভবন অভিমুখে কয়েকশ’ নেতা-কর্মীদের মিছিল বের হয়। এই মিছিলের একটি অংশকে নেতৃত্ব দেন উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি। ওই মিছিলের অগ্রভাগে এক ব্যক্তিকে তার কাঁধে শটগান ঝুলিয়ে ঘুরতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রধারী ওই ব্যক্তি গোলাম রসুল কলির ব্যক্তিগত দেহরক্ষী।
যোগাযোগ করা হলে গোলাম রসুলও বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “অস্ত্রধারী ওই ব্যক্তির নাম মো. জামান। তিনি তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। শটগানটি জামানের নামে লাইসেন্স করা।”
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ২৫ (ক) অনুযায়ী, “কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্টিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্ত নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।”