নরসিংদীর মনোহরদীতে উপার্জনের একমাত্র অবলম্বন ইজিবাইক চুরি হওয়ায় দিশেহারা প্রতিবন্ধী আবুল কাশেম (৪৮) নামের এক ব্যাক্তি। বৃহস্পতিবার ভোরে তালা বন্ধ ঘর থেকে চুরি হয় তার ইজিবাইকটি।
কাশেমের ভাষ্য, গত সোমবার মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি তার ইজিবাইকটি চুরি করে নিয়ে যাবে বলে জানায়।
তখন পরিচিত কেউ দুষ্টুমি করেছে মনে করে গুরুত্ব দেননি তিনি। এরমধ্যে বৃহস্পতিবার ভোরে বাড়ির তালাবদ্ধ ঘর থেকে ইজিবাইকটি চুরে নিয়ে যায়।
প্রতিবন্ধী কাশেম বলেন, চুরি হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে ঘুরেও কোন খোঁজ পাওয়া যায়নি। আর যে নাম্বার থেকে ফোন করে চুরি করার কথা জানিয়েছিল সেই নম্বরটি বন্ধ রয়েছে।
মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের গন্ডারদিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম। কয়েকবছর আগে এক দূর্ঘটনার শিকার হয়ে এক পা হারিয়ে পঙ্গুত্ব ঘটে তার। দুই সন্তান, মা এবং স্ত্রী নিয়ে তার সংসার। পা হারানোর পর ইজিবাইকটি চালিয়ে সংসারের খরচ বহন করতেন বলে জানান তিনি।
আবুল কাশেম বলেন, ‘এক পা নিয়ে কোন কাজ করা সম্ভব না হওয়ায় ধারদেনা করে একটি ইজিবাইক কিনেছিলাম। এটার আয় দিয়ে কোন রকমে আমার সংসার চলতো। এখন কিভাবে সংসার চালাবো উপায় খুঁজে পাচ্ছি না।’
জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, এমন তথ্য তার কাছে আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ওসি।
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
নরসিংদীর মনোহরদীতে উপার্জনের একমাত্র অবলম্বন ইজিবাইক চুরি হওয়ায় দিশেহারা প্রতিবন্ধী আবুল কাশেম (৪৮) নামের এক ব্যাক্তি। বৃহস্পতিবার ভোরে তালা বন্ধ ঘর থেকে চুরি হয় তার ইজিবাইকটি।
কাশেমের ভাষ্য, গত সোমবার মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি তার ইজিবাইকটি চুরি করে নিয়ে যাবে বলে জানায়।
তখন পরিচিত কেউ দুষ্টুমি করেছে মনে করে গুরুত্ব দেননি তিনি। এরমধ্যে বৃহস্পতিবার ভোরে বাড়ির তালাবদ্ধ ঘর থেকে ইজিবাইকটি চুরে নিয়ে যায়।
প্রতিবন্ধী কাশেম বলেন, চুরি হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে ঘুরেও কোন খোঁজ পাওয়া যায়নি। আর যে নাম্বার থেকে ফোন করে চুরি করার কথা জানিয়েছিল সেই নম্বরটি বন্ধ রয়েছে।
মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের গন্ডারদিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম। কয়েকবছর আগে এক দূর্ঘটনার শিকার হয়ে এক পা হারিয়ে পঙ্গুত্ব ঘটে তার। দুই সন্তান, মা এবং স্ত্রী নিয়ে তার সংসার। পা হারানোর পর ইজিবাইকটি চালিয়ে সংসারের খরচ বহন করতেন বলে জানান তিনি।
আবুল কাশেম বলেন, ‘এক পা নিয়ে কোন কাজ করা সম্ভব না হওয়ায় ধারদেনা করে একটি ইজিবাইক কিনেছিলাম। এটার আয় দিয়ে কোন রকমে আমার সংসার চলতো। এখন কিভাবে সংসার চালাবো উপায় খুঁজে পাচ্ছি না।’
জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, এমন তথ্য তার কাছে আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ওসি।