এবারের এইচএসসি পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সারাদেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৭ আগস্ট বৃস্পতিবার ২০২৩ সালের এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
গতকাল আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, কুমিল্লা, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচির জরুরি নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই নিজ আসনে বসতে হবে। প্রথমে বহু নির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনি এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল/বহু নির্বাচনি পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ এবং বহুনির্বাচনি পরীক্ষা বিরতিহীনভাবে চলবে।
শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পাবলিক পরীক্ষাগুলো সাধারণত রোববার বা বৃহস্পতিবার শুরু হয়। এটি বাধ্যবাধকতা নয়; তবে এটি রেওয়াজে পরিণত হয়ে আসছে। সে হিসেবে এবারও ১৭ আগস্ট বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু করার প্রস্তাব করেছিল আন্তঃশিক্ষা বোর্ড। মন্ত্রণালয় তা অনুমোদন করেছে।
২০১০ সাল থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের প্রথম দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতো। ২০২০ সালে করোনা মহামারীতে এ সূচি এলোমেলা হয়ে যায়।
২০২১ সালে এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর এবং ২০২২ সালের পরীক্ষা ৬ নভেম্বর শুরু হয়। পিছিয়ে যাওয়া এ পরীক্ষা পর্যায়ক্রমে এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আলোকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু অনেক কলেজ এই সময়ে সিলেবাস শেষ করতে পারেনি; এ কারণে এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টের মাঝামাঝি নেয়া হচ্ছে বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
এবারের এইচএসসি পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সারাদেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৭ আগস্ট বৃস্পতিবার ২০২৩ সালের এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
গতকাল আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, কুমিল্লা, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচির জরুরি নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই নিজ আসনে বসতে হবে। প্রথমে বহু নির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনি এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল/বহু নির্বাচনি পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ এবং বহুনির্বাচনি পরীক্ষা বিরতিহীনভাবে চলবে।
শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পাবলিক পরীক্ষাগুলো সাধারণত রোববার বা বৃহস্পতিবার শুরু হয়। এটি বাধ্যবাধকতা নয়; তবে এটি রেওয়াজে পরিণত হয়ে আসছে। সে হিসেবে এবারও ১৭ আগস্ট বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু করার প্রস্তাব করেছিল আন্তঃশিক্ষা বোর্ড। মন্ত্রণালয় তা অনুমোদন করেছে।
২০১০ সাল থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের প্রথম দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতো। ২০২০ সালে করোনা মহামারীতে এ সূচি এলোমেলা হয়ে যায়।
২০২১ সালে এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর এবং ২০২২ সালের পরীক্ষা ৬ নভেম্বর শুরু হয়। পিছিয়ে যাওয়া এ পরীক্ষা পর্যায়ক্রমে এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আলোকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু অনেক কলেজ এই সময়ে সিলেবাস শেষ করতে পারেনি; এ কারণে এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টের মাঝামাঝি নেয়া হচ্ছে বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।