রাজধানীর ওয়েস্টিন হোটেলে হেলথ অ্যান্ড ওয়েলবিং মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এই আয়োজন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে। এর প্রধান পৃষ্ঠপোষক ছিল এসিআই নিউট্রিলাইফ।
এসময় ১০টি সেশনে স্বাস্থ্যসেবা খাতের ৩২ জন বিশিষ্ট ব্যক্তি বক্তৃতা করেন। পাব্লিক হেলথ এবং কমিউনিকেশনস স্পেশালিস্ট, ইন্টারনেশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট এবং স্পোর্টস ভিশন লিমিটেড এবং লেটস ওয়াক ফাউন্ডেশন এর ফাউন্ডার প্রফেসর ডঃ অনুপাম হোসন A Strategic Perspective of Health Economics শিরোনামে কিনোট উপস্থাপন করেন।
প্রথম সেশনে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর নিজস্ব ম্যাগাজিন বিজনেস ব্রিলিয়ানয-এর ৩য় সংখ্যা উন্মোচন করা হয়। এবারের সংখ্যায় প্রচ্ছদ করা হয়েছে সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত ফজলুর রহমানকে নিয়ে। প্রকাশনাটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের এমডি মুহাম্মাদ হাসান।
নভো নরডিস্ক বাংলাদেশ-এর ডিরেক্টর অব কাস্টমার এঙ্গেজমেন্ট মেজবাহ উল গাফফার একটি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ফেস্টে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর ফাউন্ডার ও প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘স্বাস্থ্যখাতের উদ্যোগ এবং ব্যবসাগুলো কিভাবে আরও কার্যকরী সেবা প্রদান করতে পারে, বেশি মানুষকে সেবা প্রদান করতে পারে এবং নিজেদের সাসটেইনেবল ভেঞ্চার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তা নিয়েই এই মার্কেটিং ফেস্টের আয়োজন।’
এসিআই নিউট্রিলাইফ-এর প্রতিষ্ঠান এসিআই ফুড এন্ড কমডিটি ব্র্যান্ডস এর বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন বলেন, ‘বর্তমান সময়ের স্বাস্থ্য মার্কেটিং ও বিজনেস প্রসারের জন্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আয়োজিত এই ফেস্ট আয়োজনের প্রধান অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’
শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৪
রাজধানীর ওয়েস্টিন হোটেলে হেলথ অ্যান্ড ওয়েলবিং মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এই আয়োজন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে। এর প্রধান পৃষ্ঠপোষক ছিল এসিআই নিউট্রিলাইফ।
এসময় ১০টি সেশনে স্বাস্থ্যসেবা খাতের ৩২ জন বিশিষ্ট ব্যক্তি বক্তৃতা করেন। পাব্লিক হেলথ এবং কমিউনিকেশনস স্পেশালিস্ট, ইন্টারনেশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট এবং স্পোর্টস ভিশন লিমিটেড এবং লেটস ওয়াক ফাউন্ডেশন এর ফাউন্ডার প্রফেসর ডঃ অনুপাম হোসন A Strategic Perspective of Health Economics শিরোনামে কিনোট উপস্থাপন করেন।
প্রথম সেশনে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর নিজস্ব ম্যাগাজিন বিজনেস ব্রিলিয়ানয-এর ৩য় সংখ্যা উন্মোচন করা হয়। এবারের সংখ্যায় প্রচ্ছদ করা হয়েছে সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত ফজলুর রহমানকে নিয়ে। প্রকাশনাটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের এমডি মুহাম্মাদ হাসান।
নভো নরডিস্ক বাংলাদেশ-এর ডিরেক্টর অব কাস্টমার এঙ্গেজমেন্ট মেজবাহ উল গাফফার একটি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ফেস্টে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর ফাউন্ডার ও প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘স্বাস্থ্যখাতের উদ্যোগ এবং ব্যবসাগুলো কিভাবে আরও কার্যকরী সেবা প্রদান করতে পারে, বেশি মানুষকে সেবা প্রদান করতে পারে এবং নিজেদের সাসটেইনেবল ভেঞ্চার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তা নিয়েই এই মার্কেটিং ফেস্টের আয়োজন।’
এসিআই নিউট্রিলাইফ-এর প্রতিষ্ঠান এসিআই ফুড এন্ড কমডিটি ব্র্যান্ডস এর বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন বলেন, ‘বর্তমান সময়ের স্বাস্থ্য মার্কেটিং ও বিজনেস প্রসারের জন্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আয়োজিত এই ফেস্ট আয়োজনের প্রধান অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’