মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে আগে ফুল দেয়া নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক, আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতকর্মীরা সমেতে হন।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, রাত ১২ টায় প্রথমে কে আগে শহীদ মিনারে ফুল দিবেন তা নিয়ে জেলা আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে বাকবিতন্ডা হয়। জেলা আওয়ামী লীগ ফুল দিতে এগিয়ে গেলে তাদের সিরিয়ালি পরে ফূল দিতে বলেন পুলিশ সদস্যরা।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের প্রটোকল অনুযায়ী প্রথমে ভাষা শহীদদের প্রতি এদিন শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতিনিধিদল । মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান সরকারি সফরে বিদেশে থাকায় তার পক্ষে প্রতিনিধি হিসাবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসুদ আহমদসহ নেতৃবৃন্দ পুস্প স্তবক অর্পন করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতারা আগে শহীদ মিনারে ফুল দিতে যেতে চাইলে পুলিশ তাদের পরে ফুল দিতে বলে। এসময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তবে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাউর রহমান নেতাকর্মীদের শান্ত করে পরে পুস্পার্ঘ অর্পন করেন।
এরপর শান্তিপূর্ণ পরিবেশে অন্যরা পুস্পার্ঘ অর্পন করেছেন।
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে আগে ফুল দেয়া নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক, আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতকর্মীরা সমেতে হন।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, রাত ১২ টায় প্রথমে কে আগে শহীদ মিনারে ফুল দিবেন তা নিয়ে জেলা আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে বাকবিতন্ডা হয়। জেলা আওয়ামী লীগ ফুল দিতে এগিয়ে গেলে তাদের সিরিয়ালি পরে ফূল দিতে বলেন পুলিশ সদস্যরা।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের প্রটোকল অনুযায়ী প্রথমে ভাষা শহীদদের প্রতি এদিন শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতিনিধিদল । মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান সরকারি সফরে বিদেশে থাকায় তার পক্ষে প্রতিনিধি হিসাবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসুদ আহমদসহ নেতৃবৃন্দ পুস্প স্তবক অর্পন করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতারা আগে শহীদ মিনারে ফুল দিতে যেতে চাইলে পুলিশ তাদের পরে ফুল দিতে বলে। এসময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তবে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাউর রহমান নেতাকর্মীদের শান্ত করে পরে পুস্পার্ঘ অর্পন করেন।
এরপর শান্তিপূর্ণ পরিবেশে অন্যরা পুস্পার্ঘ অর্পন করেছেন।