alt

সারাদেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

হট্টগোল, ভোট গণনা স্থগিত, পুলিশের হেফাজতে ব্যালট

সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে দুদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের পর গণনাকে কেন্দ্র করে হট্টগোল-হাতাহাতির ঘটনায় গণনা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়। কিন্তু শুক্রবার ভোরে সমিতি মিলনায়তনে হট্টগোল, বাদানুবাদ ও মারধরের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। জানা যায়, রাতেই ভোট গণনা করা হবে কি না, এ নিয়ে প্রার্থীদের মতবিরোধের জেরে হট্টগোল ও হাতাতির ঘটনায় কয়েকজন আইনজীবী আহত হন।

সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এক ভিডিও বলেন, শুধুমাত্র নাহিদ সুলতানা (যুথী) সম্পাদক প্রার্থী উপস্থিত ছিলেন। তাই তাকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

ভোট গনার বিষয়ে তিনি বলেন, এখনও ভোট গণনা হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হবে সে সম্পর্কে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে নাহিদ সুলতানা শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘উপকমিটির আহ্বায়ক আবুল খায়ের সকালে সমিতির সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত ঘোষণা করেছেন। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাদা প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী। আজ ভোট গণনা হতে পারে জানিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি ভোট গণনা করতে সক্ষম হয়নি।

নীল প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেছেন, এসব গত দুই বছরের ‘নাটকের ধারাবাহিকতা’। ইতোপূর্বে তো নির্বাচন উপ কমিটির প্রধান সম্পাদক পদে ফলাফল ঘোষণা করেছেন। ব্যালট বাক্স বহিরাগতরা সমিতির বাইরে নিয়ে গেছে। এখন হয়তো আবারও নাম ঘোষণা হতে পারে। এ সবই নিজেদের মত নির্বাচনী ফলাফল ঘোষণা করার নাটক মাত্র। বহিরাগতদের উপস্থিতি, হট্টগোল ও মারধরের প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হলে ভোট বাছাই প্রক্রিয়া শেষ হয় রাত দুইটার পর। এর আগে কোনো কোনো প্রার্থী ব্যালটের সঙ্গে মুড়ির মিল নেই বলে আপত্তি তোলেন। পরে ভোট গণনা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এর আগে থেকে অর্থাৎ সন্ধ্যার পরপরই সমিতি ভবনের বিভিন্ন স্থানে বহিরাগতদের অবস্থান করতে দেখা যায়। সম্পাদক পদে নাহিদ সুলতানা ও বিএনপিসমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুসসহ কয়েকজন রাতেই ভোট গণনার পক্ষে মত দেন। তবে এত রাতে প্রার্থীদের এজেন্ট না থাকার কথা উল্লেখ করে সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হকসহ কয়েকজন প্রার্থী শুক্রবার দিনের বেলায় ভোট গণনার পক্ষে মত দেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বাদানুবাদ ও হট্টগোল হয়।

উপস্থিত একাধিক আইনজীবী জানান, বাছাইপ্রক্রিয়ার পর একপর্যায়ে উপকমিটির আহ্বায়কের কাছ থেকে একজন প্রার্থীর সমর্থক মাইক্রোফোন কেড়ে নেন। পরে কমিটির অন্য একজন সদস্য তা আহ্বায়কের কাছে ফিরিয়ে দেন। একপর্যায়ে কমিটির পক্ষ থেকে জানানো হয় যে ব্যালটগুলো সিলগালা করে রাখা হবে। শুক্রবার দুপুরের পর ভোট গণনা হবে। তবে শুক্রবার ভোট গণনা নিয়ে আপত্তি জানান একাধিক প্রার্থী। শুক্রবার ভোরের দিকে উপস্থিত একজন আইনজীবী মিলনায়তন থেকে বের হওয়ার ফটক খুলে দিতে গেলে তাতে আপত্তি জানান উপকমিটির একজন সদস্য। এ নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ ও হট্টগোল হয়। একপর্যায়ে বেশ কয়েকজন বহিরাগত ব্যক্তি সমিতি মিলনায়তনে ঢুকে পড়েন। তারা নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির সদস্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফের ওপর চড়াও হন। এ সময় মারধরের ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আইনজীবী আহত হন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের ঘটনার একটি ভিডিওচিত্র আইনজীবীদের কাছ থেকে পাওয়া গেছে।

এস আর সিদ্দিকী জানান, তিনি মারধরের শিকার হয়েছেন। এ জন্য একজন প্রার্থীর সমর্থককে দায়ী করেন তিনি।

নিন্দা ও সুষ্ঠু তদন্ত দাবি

সমিতির নির্বাচনে ভোট গণনার সময় হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। সংগঠনটির সভাপতি মো. ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ভোট গণনার সময় এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের ইতিহাসে নজিরবিহীন ও ন্যক্কারজনক। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সমিতির নির্বাচনের তফসিল অনুসারে, ৬ ও ৭ মার্চ ভোটগ্রহণ হয়। নির্বাচনে ৭ হাজার ৮৮৩ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৩১৯ জন ভোট দেন। সভাপতি, সহসভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (দুটি), সদস্য ৭টিসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এ নির্বাচন হয়ে থাকে। ১৪টি পদের বিপরীতে এবার নির্বাচনে ৩৩ জন প্রার্থী হন।

সাধারণ আইনজীবীদের মতে, সমিতির নির্বাচনে বরাবরই মূলত দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। একটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল (সাদা হিসেবে পরিচিত)। অন্যটি বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত)। এই প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস নির্বাচনে অংশ নেন। অন্যদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক নির্বাচনে অংশ নেন। এর বাইরে সভাপতি পদে আরও দুজন, সম্পাদক পদে দুজন এবং কোষাধ্যক্ষ পদে একজন প্রার্থী হন। এর মধ্যে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও নাহিদ সুলতানা সম্পাদক পদে নির্বাচন করেন।

বার অ্যাসোসিয়েশন সমিতির গত নির্বাচনে (২০২৩-২৪) উপকমিটির আহ্বায়ক নিয়ে বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীদের আপত্তি এবং এর জের ধরে ভোটের সময় ভাঙচুর, হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল।

ছাত্রদল রাজপথের মতো ভোটের ষড়যন্ত্র রুখবে

মাদারীপুর শহরে ২৫ দোকান পুড়ে ছাই, ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ছবি

ছুটি শেষে কর্মস্থলে ছুটছে মানুষ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ পারাপারের নিরাপত্তা নিয়ে শঙ্কা

নির্বাচনই একমাত্র গণতন্ত্র না মুনিরা শারমিন

ছবি

সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর, আহত ২০

ছবি

রাণীনগরবাসীর দুর্ভোগ অপ্রশস্ত রেলগেট

অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

সুন্নতে খতনার আনন্দ নিমেষেই বিষাদ

শিবচরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ১০

ছবি

বোরোর সবুজ গোছায় স্বপ্ন বুনছেন কৃষক

ফসলি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি

বেলাবোতে লটকন বাগানের সঙ্গে এ কেমন শত্রুতা!

ছবি

দশমিনায় তাপদাহ-অনাবৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতি

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

মসজিদে ‘জয় বাংলা’ সাইনবোর্ড দান করা ব্যক্তি গ্রেপ্তার

সীমান্তে অস্ত্রসহ মাদককারবারী আটক

নরসিংদীর বড় বাজারে ভয়াবহ, অগ্নিকাণ্ড

শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু

মোল্লাহাটে অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ

ছবি

মোরেলগঞ্জ হাসপাতালে ডায়রিয়ার স্যালাইন সংকটে রোগীরা

অপহরণের ভয়ে সুন্দরবনে যেতে চায় না মৌয়ালরা

ছবি

কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

দুই জেলায় আগুনে ৫ গরু ও বসতঘর ছাই, কৃষক দগ্ধ

লিবিয়ায় দালালের অত্যাচারের ভৈরবের যুবকের মৃত্যু

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত

বিনোদন কেন্দ্রে ছাত্রদলের হামলা, পুলিশসহ আহত ৭

নদীতে ডুবে শিশুর মৃত্যু

ভ্যানচালককে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় আটক ১

সরকারি পুকুর থেকে মাছ চুরি বিএনপি নেতার নামে মামলা

গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে একের পর এক সমবায় সমিতি

পরকীয়ায় বলি হলেন ট্রাক পরিবহন শ্রমিক নেতা জাহিদুল

ছবি

মীরসরাইয়ে ভাঙা সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

ছবি

শেরপুরে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন খেরুয়া মসজিদ

ছবি

ঝিনাইগাতীর পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর আগমন জমজমাট

tab

সারাদেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

হট্টগোল, ভোট গণনা স্থগিত, পুলিশের হেফাজতে ব্যালট

সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে দুদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের পর গণনাকে কেন্দ্র করে হট্টগোল-হাতাহাতির ঘটনায় গণনা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়। কিন্তু শুক্রবার ভোরে সমিতি মিলনায়তনে হট্টগোল, বাদানুবাদ ও মারধরের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। জানা যায়, রাতেই ভোট গণনা করা হবে কি না, এ নিয়ে প্রার্থীদের মতবিরোধের জেরে হট্টগোল ও হাতাতির ঘটনায় কয়েকজন আইনজীবী আহত হন।

সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এক ভিডিও বলেন, শুধুমাত্র নাহিদ সুলতানা (যুথী) সম্পাদক প্রার্থী উপস্থিত ছিলেন। তাই তাকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

ভোট গনার বিষয়ে তিনি বলেন, এখনও ভোট গণনা হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হবে সে সম্পর্কে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে নাহিদ সুলতানা শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘উপকমিটির আহ্বায়ক আবুল খায়ের সকালে সমিতির সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত ঘোষণা করেছেন। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাদা প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী। আজ ভোট গণনা হতে পারে জানিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি ভোট গণনা করতে সক্ষম হয়নি।

নীল প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেছেন, এসব গত দুই বছরের ‘নাটকের ধারাবাহিকতা’। ইতোপূর্বে তো নির্বাচন উপ কমিটির প্রধান সম্পাদক পদে ফলাফল ঘোষণা করেছেন। ব্যালট বাক্স বহিরাগতরা সমিতির বাইরে নিয়ে গেছে। এখন হয়তো আবারও নাম ঘোষণা হতে পারে। এ সবই নিজেদের মত নির্বাচনী ফলাফল ঘোষণা করার নাটক মাত্র। বহিরাগতদের উপস্থিতি, হট্টগোল ও মারধরের প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হলে ভোট বাছাই প্রক্রিয়া শেষ হয় রাত দুইটার পর। এর আগে কোনো কোনো প্রার্থী ব্যালটের সঙ্গে মুড়ির মিল নেই বলে আপত্তি তোলেন। পরে ভোট গণনা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এর আগে থেকে অর্থাৎ সন্ধ্যার পরপরই সমিতি ভবনের বিভিন্ন স্থানে বহিরাগতদের অবস্থান করতে দেখা যায়। সম্পাদক পদে নাহিদ সুলতানা ও বিএনপিসমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুসসহ কয়েকজন রাতেই ভোট গণনার পক্ষে মত দেন। তবে এত রাতে প্রার্থীদের এজেন্ট না থাকার কথা উল্লেখ করে সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হকসহ কয়েকজন প্রার্থী শুক্রবার দিনের বেলায় ভোট গণনার পক্ষে মত দেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বাদানুবাদ ও হট্টগোল হয়।

উপস্থিত একাধিক আইনজীবী জানান, বাছাইপ্রক্রিয়ার পর একপর্যায়ে উপকমিটির আহ্বায়কের কাছ থেকে একজন প্রার্থীর সমর্থক মাইক্রোফোন কেড়ে নেন। পরে কমিটির অন্য একজন সদস্য তা আহ্বায়কের কাছে ফিরিয়ে দেন। একপর্যায়ে কমিটির পক্ষ থেকে জানানো হয় যে ব্যালটগুলো সিলগালা করে রাখা হবে। শুক্রবার দুপুরের পর ভোট গণনা হবে। তবে শুক্রবার ভোট গণনা নিয়ে আপত্তি জানান একাধিক প্রার্থী। শুক্রবার ভোরের দিকে উপস্থিত একজন আইনজীবী মিলনায়তন থেকে বের হওয়ার ফটক খুলে দিতে গেলে তাতে আপত্তি জানান উপকমিটির একজন সদস্য। এ নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ ও হট্টগোল হয়। একপর্যায়ে বেশ কয়েকজন বহিরাগত ব্যক্তি সমিতি মিলনায়তনে ঢুকে পড়েন। তারা নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির সদস্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফের ওপর চড়াও হন। এ সময় মারধরের ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আইনজীবী আহত হন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের ঘটনার একটি ভিডিওচিত্র আইনজীবীদের কাছ থেকে পাওয়া গেছে।

এস আর সিদ্দিকী জানান, তিনি মারধরের শিকার হয়েছেন। এ জন্য একজন প্রার্থীর সমর্থককে দায়ী করেন তিনি।

নিন্দা ও সুষ্ঠু তদন্ত দাবি

সমিতির নির্বাচনে ভোট গণনার সময় হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। সংগঠনটির সভাপতি মো. ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ভোট গণনার সময় এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের ইতিহাসে নজিরবিহীন ও ন্যক্কারজনক। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সমিতির নির্বাচনের তফসিল অনুসারে, ৬ ও ৭ মার্চ ভোটগ্রহণ হয়। নির্বাচনে ৭ হাজার ৮৮৩ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৩১৯ জন ভোট দেন। সভাপতি, সহসভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (দুটি), সদস্য ৭টিসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এ নির্বাচন হয়ে থাকে। ১৪টি পদের বিপরীতে এবার নির্বাচনে ৩৩ জন প্রার্থী হন।

সাধারণ আইনজীবীদের মতে, সমিতির নির্বাচনে বরাবরই মূলত দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। একটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল (সাদা হিসেবে পরিচিত)। অন্যটি বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত)। এই প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস নির্বাচনে অংশ নেন। অন্যদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক নির্বাচনে অংশ নেন। এর বাইরে সভাপতি পদে আরও দুজন, সম্পাদক পদে দুজন এবং কোষাধ্যক্ষ পদে একজন প্রার্থী হন। এর মধ্যে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও নাহিদ সুলতানা সম্পাদক পদে নির্বাচন করেন।

বার অ্যাসোসিয়েশন সমিতির গত নির্বাচনে (২০২৩-২৪) উপকমিটির আহ্বায়ক নিয়ে বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীদের আপত্তি এবং এর জের ধরে ভোটের সময় ভাঙচুর, হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল।

back to top