alt

সারাদেশ

‘আনন্দে’ শুরুর পর সড়কের ঈদযাত্রা কেন ‘বিষাদে’

মোস্তাফিজুর রহমান : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

এবার রোজার ঈদে অন্যবারের তুলনায় ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই আনন্দদায়ক দেখা যাচ্ছিল। ঈদের দিন পর্যন্ত তেমন কোনো বড় দুর্ঘটনার খবরও ছিল না। মূলত দীর্ঘ ছুটি হওয়ায় সুবিধা মতো সময় স্বাচ্ছন্দে শহর ত্যাগ করায় ঈদে মানুষের ফেরাও সন্তুষ্টজনক হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ঈদের পর বড় কিছু দুর্ঘটনা এবারের ঈদযাত্রাকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এবারও বিষাদে রূপ নিয়েছে ঈদের আনন্দ।

১৬ এপ্রিল মঙ্গলবার ফরিদপুরে ও বুধবার ঝালকাঠিতে দুই দুর্ঘটনায় ২৯ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে। এখন প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যা দুর্ঘটনা ঘটছে। গণমাধ্যমের খবরের ভিত্তিতে বেসরকারি একটি সংস্থা বলছে, ঈদের আগে পরে ১২ দিনে প্রায় তিনশ’ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আড়াই শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছেন অন্তত দুই হাজার।

বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের ঈদ পর্যবেক্ষণ, ঈদে সবচেয়ে বেশি মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার অর্ধেকই মোটরসাইকেলে। মৃত্যু সংখ্যাও শতাধিক। বিশেষ করে মোটরসাইকেলে একসঙ্গে তিন জনের মৃত্যুর সংখ্যা বেশি।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংবাদকে বলেন, তাদের হিসেবে অন্যবারের তুলনায় এবার দুর্ঘটনা ও মৃত্যুর হার ‘কিছুটা কমেছে’। তবে ঈদযাত্রার পরিস্থিতির ‘উন্নতি ঘটেনি’।

‘যেগুলো গণমাধ্যমে আসে সেগুলোই আমরা হিসেব করি। এটি প্রকৃত সংখ্যা নয়। প্রতিদিন অনেক দুর্ঘটনা ঘটে, যেগুলো গণমাধ্যমে আসে না। সেগুলো হিসেবে আসলে দুর্ঘটনার হার একই আছে। পরিস্থিতি বদলায়নি এখনও,’ বলেন সাইদুর।

সড়কে দুর্ঘটনার ভয়াবহ চিত্র সরকারি খাতায় মিলছে। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বলছে,বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে দুর্ঘটনা এবং মৃত্যু দুটোই বেড়েছে।

বিআরটিএ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১ হাজার ৬৩০টি। এতে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৭৭ জনের। এ হিসেবে প্রতিদিন সড়কে ১৮ দুঘটনায় প্রাণ যাচ্ছে ঝরছে ১৬ জনের বেশি। তবে ঈদযাত্রা নিয়ে দুর্ঘটনার পৃথক কোন পরিসংখ্যান পাওয়া যায়নি সরকারি কোন সংস্থার কাছে।

বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের হিসেব বলছে, এবারের ঈদে প্রতিদিন সড়কে ২৫ দুঘটনায় প্রাণ যাচ্ছে ঝরছে ২০ জনের বেশি। এ হিসেবে আগের সময়ের তুলনায় ঈদে দুর্ঘটনা ও মৃত্যু বেশি। বেসরকারি সংস্থাগুলো বলছে, প্রতি ঈদেই উল্লেখ্যযোগ্য হারে সড়কে দুর্ঘটনা ও মৃত্যু ঘটছে।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসেবে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত ৮ বছরে ঈদযাত্রায় (ঈদুল ফিতর ও ঈদুল আজহা) ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ৮৬২টি দুর্ঘটনা ঘটেছে। যেখানে ৪ হাজার ৪৭৫ জন নিহত ও ১১ হাজার ৬৯৫ জন আহত হয়েছেন।

কেন এতো দুর্ঘটনা?

মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেঁন্টের সামনে বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ১৫ জন মারা যান। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে উভয় যানের ‘অতিরিক্ত গতিকে’ দায়ী করা হয়েছে।

তাছাড়া পিকআপটি উল্টো লেনে চলছিল বলেও জানা যায়। আবার সড়কে বেশ কয়েকটি গর্তও ছিল। যেগুলো সংস্কার না করায় সেখানে সাম্প্রতি ছোট ছোট বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলেও তথ্য।

ওই ঘটনার রেশ না কাটতে বুধবার দুপুরে খুলনা-ঝালকাঠি মহাসড়কে গাবখান ব্রিজের টোলপ্লাজায় ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। বাহনগুলিসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের একই পরিবারের ৬ আরোহী ও চালকসহ ১৪ জন মৃত্যুবরণ করেন। ফরিদপুরের দুর্ঘটনার মতো ঝালকাঠির ঘটনাকেও ‘অতিরিক্ত গতিকে’ প্রাথমিক দায়ী করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতির পাশাপাশি ত্রুটিপূর্ণ যানবাহন, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।

ঝালকাঠির দুর্ঘটনার কথা তুলে ধরে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘আমরা ইদানিং মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানের পেছনে বেপরোয়া যানবাহনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি রোধ করতে হবে। প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতি নজরদারি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মোটরসাইকেল চালকদের বিরাট অংশ কিশোর-যুবক। এরা বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং অন্যদের আক্রান্ত করছে। মোটরসাইকেল বেপরোয়া চালানোর সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক রয়েছে। এটা বন্ধ করতে হবে।’

‘মূল ঘাটতি’ ব্যবস্থাপনার>
সরকারের সড়ক বিভাগ বলছে, বিগত দেড় দশকে আঞ্চলিক ও মহাসড়ক প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সব মহাসড়কের দুই লেন চার লেনে উন্নিত করা হয়েছে। পদ্মাসেতুসহ ৫ হাজার ৬৫৯টি সেতু ও ৬ হাজার ১২২টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। কিন্তু এরপরও সড়কে দুর্ঘটনা কমানো যাচ্ছে না। ঈদকে ঘিরে দুর্ঘটনা নতুন মাত্রা পেয়েছে।

নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, ঈদের আগে সড়কে দুর্ঘটনা কম ঘটে। ঈদের পর দুর্ঘটনার হার বেশি। এবারও ঈদযাত্রার চিত্র একই। যারমূল কারণ সরকারি ব্যবস্থাপনার। ঈদের আগে সড়ক ব্যবস্থা নিয়ে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা নানা উদ্যোগ নিয়ে মাঠে থাকলেও ঈদের পর তাদের তৎপরতা একেবারেই থাকে না। ফলে ঈদের পর দুর্ঘটনার হার বেশি হচ্ছে।

রোড সেফটি ফাউন্ডেশনের সাইদুর রহমান বলেন, ‘ঈদের পর দুর্ঘটনা বেশি ঘটছে সংশ্লিষ্টদের তৎপরতা না থাকার কারণে। ঈদের আগে কিছু উদ্যোগ দেখা যায়। তবে ঈদের পর তাদের কোন কার্যক্রমই থাকে না। আর এই সময়টাতে যানবাহনের প্রতিযোগিতা ও মানুষের অস্থিরতাও বেশি থাকে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’

যাত্রীকল্যাণ সমিতি এই রোজার ঈদকে ঘিরে ঢাকা ও এর আশপাশ থেকে সর্বমোট ১ কোটি ৬০ লাখ মানুষ নিজ এলাকায় যাওয়ার ধারণা দেয়। সেই তুলনায় গণপরিবহনের ঘাটতি ছিল বলেও জানায় তারা। এজন্য ছুটি বাড়ানোসহ কিছু সুপারিশও করেছিল সংস্থাটি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সড়ক ব্যবস্থাপনায় সরকারের পরিকল্পনায় গলদ রয়েছে। তাই সড়কের মৃত্যু থামানো যাচ্ছে না।’

ছবি

বাংলাদেশের পোশাকশ্রমিকরা ভয় ও নিপীড়নের মধ্যে রয়েছেন: অ্যামনেস্টি

ছবি

হিট স্ট্রোকের’ কারনে সুন্দরবনে একটি বাঘের মৃত্যু

ছবি

কুমিল্লায় শিশুকে ধর্ষণ সময় শ্বাসরোধে হত্যা: র‌্যাব

নওগাঁ ১ কৃষকের মৃত্যু

ছবি

টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার

ছবি

ঘুষ নেয়ার অপরাধে সমাজসেবা কর্মকর্তাসহ ২জন বরখাস্ত

ছবি

লিটারে ডিজেল-কেরোসিনের দাম বাড়ল এক টাকা, পেট্রল-অকটেন আড়াই টাকা

ছবি

পূবাইলে ট্রাকের ধাক্কায় উন্নয়ন প্রকল্পের নির্মান প্রকৌশলী নিহত

ছবি

দিঘলিয়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র ্যালি ও আলোচনা সভা

ছবি

ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিলেন তরুণী, পরে লাশ উদ্ধার

ছবি

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ছবি

হবিগঞ্জে ব্যবসায়ী হত্যা: সাতজনের মৃত্যুদণ্ড

ছবি

কবর খুঁড়ে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে উচ্চ আদালতের রুল

ছবি

গোপালগঞ্জে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

ছবি

কালুরঘাট সেতুতে ধাক্কা, আটকে গেছে জাহাজ

র‍্যাবের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, স্থানীয় কৃষক নিহত

ছবি

লন্ডনে তলোয়ার হামলায় আহত ৫, গ্রেপ্তার ১

কক্সবাজারে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু

ছবি

অতিরিক্ত তাপমাত্রায় গাজীপুরে বেঁকে গেছে রেললাইন

হবিগঞ্জে মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ছবি

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত

ছবি

সাভারে এসি বিস্ফোরণে আহত নাহিদের মৃত্যু

ছবি

অটিস্টিক শিশুদের জন্য দেশে হচ্ছে ১৪ প্রতিষ্ঠান

ছবি

১৫৩ রোহিঙ্গার ভুয়া জন্ম নিবন্ধন, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ছবি

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে ৪ জন নিহত

ছবি

প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

ছবি

সংবাদে সংবাদ প্রকাশের পর তাজউদ্দীন মেডিকেলে অভিযানে নানা অনিয়ম-দুর্নীতির তথ্য পেয়েছে দুদক

ছবি

চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্ক নিয়ে স্বার্থান্বেষী মহলের অশালীন ও আগ্রাসী বক্তব্যের প্রতিবাদ

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাসিরনগরে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

ছবি

রাজবাড়ীতে সেতু ভেঙে কাঁচা রাস্তা, ঝুঁকি নিয়ে চলছে ৩ উপজেলার মানুষ

খানাখন্দে ভরা দোয়ারাবাজারের পাইকপাড়া-ছনোগাও সড়ক

ছবি

মেহেরপুরে গরমে ঝরছে আম-লিচুর গুটি

ছবি

হবিগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি

রং ছড়াচ্ছে আগুনঝরা রক্তিম কৃষ্ণচূড়া

ছবি

মহেশপুর সীমান্তে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই ভাই আটক

tab

সারাদেশ

‘আনন্দে’ শুরুর পর সড়কের ঈদযাত্রা কেন ‘বিষাদে’

মোস্তাফিজুর রহমান

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

এবার রোজার ঈদে অন্যবারের তুলনায় ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই আনন্দদায়ক দেখা যাচ্ছিল। ঈদের দিন পর্যন্ত তেমন কোনো বড় দুর্ঘটনার খবরও ছিল না। মূলত দীর্ঘ ছুটি হওয়ায় সুবিধা মতো সময় স্বাচ্ছন্দে শহর ত্যাগ করায় ঈদে মানুষের ফেরাও সন্তুষ্টজনক হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ঈদের পর বড় কিছু দুর্ঘটনা এবারের ঈদযাত্রাকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এবারও বিষাদে রূপ নিয়েছে ঈদের আনন্দ।

১৬ এপ্রিল মঙ্গলবার ফরিদপুরে ও বুধবার ঝালকাঠিতে দুই দুর্ঘটনায় ২৯ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে। এখন প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যা দুর্ঘটনা ঘটছে। গণমাধ্যমের খবরের ভিত্তিতে বেসরকারি একটি সংস্থা বলছে, ঈদের আগে পরে ১২ দিনে প্রায় তিনশ’ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আড়াই শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছেন অন্তত দুই হাজার।

বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের ঈদ পর্যবেক্ষণ, ঈদে সবচেয়ে বেশি মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার অর্ধেকই মোটরসাইকেলে। মৃত্যু সংখ্যাও শতাধিক। বিশেষ করে মোটরসাইকেলে একসঙ্গে তিন জনের মৃত্যুর সংখ্যা বেশি।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংবাদকে বলেন, তাদের হিসেবে অন্যবারের তুলনায় এবার দুর্ঘটনা ও মৃত্যুর হার ‘কিছুটা কমেছে’। তবে ঈদযাত্রার পরিস্থিতির ‘উন্নতি ঘটেনি’।

‘যেগুলো গণমাধ্যমে আসে সেগুলোই আমরা হিসেব করি। এটি প্রকৃত সংখ্যা নয়। প্রতিদিন অনেক দুর্ঘটনা ঘটে, যেগুলো গণমাধ্যমে আসে না। সেগুলো হিসেবে আসলে দুর্ঘটনার হার একই আছে। পরিস্থিতি বদলায়নি এখনও,’ বলেন সাইদুর।

সড়কে দুর্ঘটনার ভয়াবহ চিত্র সরকারি খাতায় মিলছে। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বলছে,বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে দুর্ঘটনা এবং মৃত্যু দুটোই বেড়েছে।

বিআরটিএ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১ হাজার ৬৩০টি। এতে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৭৭ জনের। এ হিসেবে প্রতিদিন সড়কে ১৮ দুঘটনায় প্রাণ যাচ্ছে ঝরছে ১৬ জনের বেশি। তবে ঈদযাত্রা নিয়ে দুর্ঘটনার পৃথক কোন পরিসংখ্যান পাওয়া যায়নি সরকারি কোন সংস্থার কাছে।

বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের হিসেব বলছে, এবারের ঈদে প্রতিদিন সড়কে ২৫ দুঘটনায় প্রাণ যাচ্ছে ঝরছে ২০ জনের বেশি। এ হিসেবে আগের সময়ের তুলনায় ঈদে দুর্ঘটনা ও মৃত্যু বেশি। বেসরকারি সংস্থাগুলো বলছে, প্রতি ঈদেই উল্লেখ্যযোগ্য হারে সড়কে দুর্ঘটনা ও মৃত্যু ঘটছে।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসেবে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত ৮ বছরে ঈদযাত্রায় (ঈদুল ফিতর ও ঈদুল আজহা) ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ৮৬২টি দুর্ঘটনা ঘটেছে। যেখানে ৪ হাজার ৪৭৫ জন নিহত ও ১১ হাজার ৬৯৫ জন আহত হয়েছেন।

কেন এতো দুর্ঘটনা?

মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেঁন্টের সামনে বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ১৫ জন মারা যান। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে উভয় যানের ‘অতিরিক্ত গতিকে’ দায়ী করা হয়েছে।

তাছাড়া পিকআপটি উল্টো লেনে চলছিল বলেও জানা যায়। আবার সড়কে বেশ কয়েকটি গর্তও ছিল। যেগুলো সংস্কার না করায় সেখানে সাম্প্রতি ছোট ছোট বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলেও তথ্য।

ওই ঘটনার রেশ না কাটতে বুধবার দুপুরে খুলনা-ঝালকাঠি মহাসড়কে গাবখান ব্রিজের টোলপ্লাজায় ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। বাহনগুলিসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের একই পরিবারের ৬ আরোহী ও চালকসহ ১৪ জন মৃত্যুবরণ করেন। ফরিদপুরের দুর্ঘটনার মতো ঝালকাঠির ঘটনাকেও ‘অতিরিক্ত গতিকে’ প্রাথমিক দায়ী করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতির পাশাপাশি ত্রুটিপূর্ণ যানবাহন, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।

ঝালকাঠির দুর্ঘটনার কথা তুলে ধরে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘আমরা ইদানিং মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানের পেছনে বেপরোয়া যানবাহনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি রোধ করতে হবে। প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতি নজরদারি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মোটরসাইকেল চালকদের বিরাট অংশ কিশোর-যুবক। এরা বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং অন্যদের আক্রান্ত করছে। মোটরসাইকেল বেপরোয়া চালানোর সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক রয়েছে। এটা বন্ধ করতে হবে।’

‘মূল ঘাটতি’ ব্যবস্থাপনার>
সরকারের সড়ক বিভাগ বলছে, বিগত দেড় দশকে আঞ্চলিক ও মহাসড়ক প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সব মহাসড়কের দুই লেন চার লেনে উন্নিত করা হয়েছে। পদ্মাসেতুসহ ৫ হাজার ৬৫৯টি সেতু ও ৬ হাজার ১২২টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। কিন্তু এরপরও সড়কে দুর্ঘটনা কমানো যাচ্ছে না। ঈদকে ঘিরে দুর্ঘটনা নতুন মাত্রা পেয়েছে।

নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, ঈদের আগে সড়কে দুর্ঘটনা কম ঘটে। ঈদের পর দুর্ঘটনার হার বেশি। এবারও ঈদযাত্রার চিত্র একই। যারমূল কারণ সরকারি ব্যবস্থাপনার। ঈদের আগে সড়ক ব্যবস্থা নিয়ে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা নানা উদ্যোগ নিয়ে মাঠে থাকলেও ঈদের পর তাদের তৎপরতা একেবারেই থাকে না। ফলে ঈদের পর দুর্ঘটনার হার বেশি হচ্ছে।

রোড সেফটি ফাউন্ডেশনের সাইদুর রহমান বলেন, ‘ঈদের পর দুর্ঘটনা বেশি ঘটছে সংশ্লিষ্টদের তৎপরতা না থাকার কারণে। ঈদের আগে কিছু উদ্যোগ দেখা যায়। তবে ঈদের পর তাদের কোন কার্যক্রমই থাকে না। আর এই সময়টাতে যানবাহনের প্রতিযোগিতা ও মানুষের অস্থিরতাও বেশি থাকে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’

যাত্রীকল্যাণ সমিতি এই রোজার ঈদকে ঘিরে ঢাকা ও এর আশপাশ থেকে সর্বমোট ১ কোটি ৬০ লাখ মানুষ নিজ এলাকায় যাওয়ার ধারণা দেয়। সেই তুলনায় গণপরিবহনের ঘাটতি ছিল বলেও জানায় তারা। এজন্য ছুটি বাড়ানোসহ কিছু সুপারিশও করেছিল সংস্থাটি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সড়ক ব্যবস্থাপনায় সরকারের পরিকল্পনায় গলদ রয়েছে। তাই সড়কের মৃত্যু থামানো যাচ্ছে না।’

back to top