নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা জাহাঙ্গির হোসেন মানিকের এক কর্মীর বাড়িতে রাতে হামলা চালিয়ে তাকে আহত করার ঘটনা ঘটেছে।
আহত ওই কর্মীর নাম শহিদুল ইসলাম (৪২)। তিনি উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল এলাকার বেলাল হোসেনের ছেলে।
রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে ওই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে শহিদুল ইসলামের বাড়িতে কয়েকজন মুখোশধারী ব্যাক্তি দরজা ভেঙ্গে প্রবেশ করে। তারপর তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে মুখশধারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা খবর পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গির হোসেন মানিক বলেন, শহিদুল আমার ভোট করছে বলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফের কর্মী সমর্থকরা তার ওপর হামলা চালিয়েছে।
শহিদুল গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি রয়েছে। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফ বলেন, এ ঘটনা কখন ঘটলো আমি তো জানিই না। ওরা শুধু শুধু অভিযোগ করে বেড়ায় ওদের কাজই অভিযোগ করা।
সোমবার, ২০ মে ২০২৪
নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা জাহাঙ্গির হোসেন মানিকের এক কর্মীর বাড়িতে রাতে হামলা চালিয়ে তাকে আহত করার ঘটনা ঘটেছে।
আহত ওই কর্মীর নাম শহিদুল ইসলাম (৪২)। তিনি উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল এলাকার বেলাল হোসেনের ছেলে।
রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে ওই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে শহিদুল ইসলামের বাড়িতে কয়েকজন মুখোশধারী ব্যাক্তি দরজা ভেঙ্গে প্রবেশ করে। তারপর তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে মুখশধারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা খবর পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গির হোসেন মানিক বলেন, শহিদুল আমার ভোট করছে বলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফের কর্মী সমর্থকরা তার ওপর হামলা চালিয়েছে।
শহিদুল গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি রয়েছে। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফ বলেন, এ ঘটনা কখন ঘটলো আমি তো জানিই না। ওরা শুধু শুধু অভিযোগ করে বেড়ায় ওদের কাজই অভিযোগ করা।