নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ওষুধের মধ্যে রয়েছে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পিল, স্যালাইন, ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট।
বুধবার (২২ মে) বিকালে গোপন খবরের ভিত্তিতে খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মোস্তফার বাড়ি থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে তথ্য পেয়ে খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব ওই বাড়িতে গিয়ে চার কার্টন ওষুধ দেখতে পান। পরে ওই বাড়ি থেকে উদ্ধার করা ওষুধের কার্টনগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।
স্থানীয় লোকজনের অভিযোগ, ডোমনমারা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রোজি আক্তার ক্লিনিকের ওষুধ মজুদ করে তা বাইরে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে এসব বিনামূল্যের সরকারি ওষুধ জনসাধারণের কাছে বিতরণ না করে বিক্রি করা হচ্ছে।
তবে রোজি আক্তার বলেন, ওষুধগুলো বিক্রির জন্য সেখানে রাখা হয়নি। বৃষ্টির দিন গাড়ির চালক হাসপাতাল থেকে ওষুধ এনে ওই বাড়িতে রেখেছেন। সময় না পাওয়ায় সেগুলো ক্লিনিকে নেওয়া হয়নি।
খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ডোমনমারা গ্রামের মোস্তফার বাড়ি থেকে এসব বিনামূল্যে বিতরন করার সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউপি কার্যালয়ে এসব ওষুধ রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ওষুধের মধ্যে রয়েছে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পিল, স্যালাইন, ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট।
বুধবার (২২ মে) বিকালে গোপন খবরের ভিত্তিতে খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মোস্তফার বাড়ি থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে তথ্য পেয়ে খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব ওই বাড়িতে গিয়ে চার কার্টন ওষুধ দেখতে পান। পরে ওই বাড়ি থেকে উদ্ধার করা ওষুধের কার্টনগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।
স্থানীয় লোকজনের অভিযোগ, ডোমনমারা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রোজি আক্তার ক্লিনিকের ওষুধ মজুদ করে তা বাইরে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে এসব বিনামূল্যের সরকারি ওষুধ জনসাধারণের কাছে বিতরণ না করে বিক্রি করা হচ্ছে।
তবে রোজি আক্তার বলেন, ওষুধগুলো বিক্রির জন্য সেখানে রাখা হয়নি। বৃষ্টির দিন গাড়ির চালক হাসপাতাল থেকে ওষুধ এনে ওই বাড়িতে রেখেছেন। সময় না পাওয়ায় সেগুলো ক্লিনিকে নেওয়া হয়নি।
খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ডোমনমারা গ্রামের মোস্তফার বাড়ি থেকে এসব বিনামূল্যে বিতরন করার সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউপি কার্যালয়ে এসব ওষুধ রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’