alt

সারাদেশ

রিমালের যাত্রাপথের গতি ধীর হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের ক্ষতির চিহ্ন দৃশ্যমান। মঙ্গলবার ঝালকাঠির একটি এলাকার চিত্র-সংবাদ

ঘূর্ণিঝড় রিমাল ধীরগতিতে এগিয়ে আসায় বাংলাদেশে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রায় ১২০ কিলোমিটার ঘূর্ণন গতি নিয়ে গত রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এরপর ধীরে ধীরে আগাতে শুরু করে সামনের দিকে। ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসযজ্ঞ আরও ব্যাপক হতে পারতো যদি না সুন্দরবন থাকতো। প্রতিবারের মতো প্রবল ঘূর্ণিঝড়ের শক্তি কমিয়ে দিয়ে উপকূলকে বড় ক্ষয়ক্ষতি থেকে এবারও রক্ষা করল সুন্দরবন। এবারও উপকূল রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন বলে জানান বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির সভাপতি এ.কে.এম. হুমায়ুন কবীর দেওয়ান।

তিনি জানান, স্থলে উঠে যাওয়ার পরও বহু সময় ধরে দমকা বাতাস ও ভারী বর্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। গাছের গোড়া দুর্বল হয়ে উপড়ে পড়তে থাকে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রিমাল ঝড় বাংলাদেশে প্রবেশের পর প্রথমেই তাণ্ডবের শিকার হয় বাংলাদেশের ঢাল হিসেবে পরিচিত সুন্দরবন। এরপর সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ হয়ে টাঙ্গাইল ঢাকা, ময়মনসিংহ ও সিলেট দিয়ে ভারতের আসামে চলে যায়।

ঘূর্ণিঝড়ের তাণ্ডব কত প্রলয়ংকারী হতে পারে, আবারও তার সাক্ষী হলো বাংলাদেশ। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা। দমকা বাতাস আর ভারী বৃষ্টি কমতে শুরু করার পর দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার ক্ষত চিহ্নগুলো ফুটে উঠতে শুরু করেছে।

জলবায়ু পরিবর্তন বিশেষ করে বৈশ্বিক উষ্ণতার কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায়, মানুষকে এখন সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলে বলছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে তীব্র দাবদাহ, খরা, দাবানলের সঙ্গে বেড়ে চলছে অতি বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়। আর এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো বদ্বীপ দেশগুলো।

গত রোববার রাত আটটার দিকে উপকূলে আছড়ে পরার ব্যাপক তাণ্ডব চালাতে শুরু করে রিমাল। আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিলেও, প্রায় ৩৬ ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়।

১৫ বছর আগে বাংলাদেশের ভূমিতে ঘূর্ণিঝড় আইলা যে প্রলয় চালিয়েছিল, রিমালের দীর্ঘসময় ধরে চালানো তাণ্ডবেও একই রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারের সংশ্লিষ্টরা কর্মকর্তারা মনে করছেন। ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত দেড় লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত দেড় লাখ বাড়ি।

পরিবেশবিদ সোসাইটির সভাপতি এ.কে.এম. হুমায়ুন কবীর দেওয়ান বলেন, নিজেকে নিশ্চিহ্ন করে অকৃপণভাবে বারবার বুক পেতে মানুষকে রক্ষা করছে সুন্দরবন। এর আগে ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুল, ২০২০ সালে সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডব থেকে সুন্দরবন উপকূলে বসবাস ৩০ লক্ষাধিক মানুষকে বাঁচিয়ে দিয়েছে এই সুন্দরবন।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবন এলাকায় প্রায় সাড়ে চার হাজার গাছ ক্ষতিগ্রস্ত ও প্রায় ৭২ হেক্টর জমির সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই গাছ না থাকলে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতো বলে ধারণা পরিবেশ বিশেষজ্ঞদের।

সরকারের পক্ষ থেকে প্রাথমিক হিসাবে বলা হচ্ছে, প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৭ লাখ মানুষ। আর কেড়ে নিয়েছে ২১টি প্রাণ।

প্রবল জোয়ারের তোড়ে বহু জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ উপকূলের বহু এলাকা। জলোচ্ছ্বাসের ১০ থেকে ১২ ফুট পানির নিচে তলিয়ে যায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা সেখানে। ভেসে গেছে উপকূলের বহু মাছের ঘের, প্লাবিত হওয়া উপকূলের নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে লবণাক্ত পানি।

রিমাল মোকাবেলা প্রসঙ্গে দুর্যোগ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, আমরা সফল ভাবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলা করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে যার ফলে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (২৮ মে) থেকেই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করার কথা বলেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের দেয়া তথ্যানুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়ার কথা বললেও বিকেল হতে হতেই জানা যায় রিমালের আঘাতে মারা যান মোট ২১ জন।

তিনি বলেন, আমরা সরকারের সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগ পূর্ব কার্যক্রম পরিচালনা করেছি এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিয়েছে এবং আগাম কার্যাবলী ও সাড়া প্রদানে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করেছে। আমরা আঞ্চলিক বিশেষায়িত আবহওয়া কেন্দ্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছি। এর পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক পূর্বাভাস মডেল নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পটুয়াখালীতে ৩ জন, চট্টগ্রামে ২ জন, ঢাকায় ৪ জন, ভোলায় ৩ জন, বরিশালে ৩ জন এবং খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬ কোটি ৮৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ১৫ জেলায় জিআর (ক্যাশ) ৩ কোটি ৮৫ লাখ নগদ টাকা, ৫ হাজার ৫শ’ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ ও গৃহপালিত পশুর খাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

ছবি

মোটরসাইকেল না পেয়ে বাবার বাড়িতে আগুন, পুড়ল খামার ও রান্নাঘর

ছবি

ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা উদ্ধার

ছবি

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ, কুশপুত্তলিকায় দাহ

সিলেট থেকে কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে একই গ্রামের ৬জন নিখোঁজ

মুন্সীগঞ্জে খালে কাপড় ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

পশ্চিম শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা আসেন ইচ্ছামতো

ছবি

চুনারুঘাটে মডেল মসজিদে আরেক দফা ফাটল, কেনা হয়নি আসবাব

গাইবান্ধায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি

জয়পুরহাট পৌরসভার দোকানের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি

কুড়িয়ে পাওয়া নবজাতক পেল মায়ের কোল

খোকসায় দুই পদে চাকরি করছেন এক ব্যক্তি

সিরাজগঞ্জে মামা-মামি হত্যায় ভাগ্নের মৃত্যুদণ্ড

ছবি

ভেড়ামারার গোড়েশাহ মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট

মুন্সীগঞ্জে বাল্কহেড থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

নোয়াখালীতে ভারি বৃষ্টিপাতে বোরো জমি জলাবদ্ধ, বিপাকে কৃষক

ছবি

উত্তর জনপদের মানুষের জীবনযাত্রার উন্নয়নে অন্যতম অন্তরায় নদীভাঙন

জিয়া মঞ্চের সভাপতির পদ বাগিয়ে নিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

দুই জেলায় স্বামী-স্ত্রীসহ ৩ ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ৭

রাঙ্গুনিয়ায় ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪

বদরখালীতে রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন

মাছ ধরতে গিয়ে ভারতে ৭ জেলে আটক

ছবি

লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম ওয়াসায় পানি সরবরাহ কমেছে দৈনিক ৫ কোটি লিটার

সরকারি জায়গায় নির্মিত মার্কেট ভেঙে দিল প্রশাসন

দুই জেলায় সড়কে ও রেলে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম-দই তৈরি, জরিমানা

সদরপুরে সরকারি জায়গা দখলমুক্ত

পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার

ছবি

নেতাই নদীতে নেই স্থায়ী বেড়িবাঁধ জমি-ঘরবাড়ি ভাঙার শঙ্কায় কৃষক

পৌরসভার টোল আদায় বন্ধের দাবিতে সিএনজিচালকদের বিক্ষোভ

‘দুর্নীতির’ মামলায় রাজউকের সাবেক কর্মচারীর ৭ বছরের সাজা

ফকিরাপুলে ‘গ্যাসের আগুনে’ একই পরিবারের তিনজন দগ্ধ

ছবি

বেতাগীর উন্নয়নকাজে প্রশংসায় পঞ্চমুখ পৌর প্রশাসক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ও গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ

ছবি

নারায়ণগঞ্জে ট্রাক স্ট্যান্ড না করার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

tab

সারাদেশ

রিমালের যাত্রাপথের গতি ধীর হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে

সংবাদ অনলাইন রিপোর্ট

ঘূর্ণিঝড় রিমালের ক্ষতির চিহ্ন দৃশ্যমান। মঙ্গলবার ঝালকাঠির একটি এলাকার চিত্র-সংবাদ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমাল ধীরগতিতে এগিয়ে আসায় বাংলাদেশে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রায় ১২০ কিলোমিটার ঘূর্ণন গতি নিয়ে গত রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এরপর ধীরে ধীরে আগাতে শুরু করে সামনের দিকে। ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসযজ্ঞ আরও ব্যাপক হতে পারতো যদি না সুন্দরবন থাকতো। প্রতিবারের মতো প্রবল ঘূর্ণিঝড়ের শক্তি কমিয়ে দিয়ে উপকূলকে বড় ক্ষয়ক্ষতি থেকে এবারও রক্ষা করল সুন্দরবন। এবারও উপকূল রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন বলে জানান বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির সভাপতি এ.কে.এম. হুমায়ুন কবীর দেওয়ান।

তিনি জানান, স্থলে উঠে যাওয়ার পরও বহু সময় ধরে দমকা বাতাস ও ভারী বর্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। গাছের গোড়া দুর্বল হয়ে উপড়ে পড়তে থাকে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রিমাল ঝড় বাংলাদেশে প্রবেশের পর প্রথমেই তাণ্ডবের শিকার হয় বাংলাদেশের ঢাল হিসেবে পরিচিত সুন্দরবন। এরপর সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ হয়ে টাঙ্গাইল ঢাকা, ময়মনসিংহ ও সিলেট দিয়ে ভারতের আসামে চলে যায়।

ঘূর্ণিঝড়ের তাণ্ডব কত প্রলয়ংকারী হতে পারে, আবারও তার সাক্ষী হলো বাংলাদেশ। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা। দমকা বাতাস আর ভারী বৃষ্টি কমতে শুরু করার পর দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার ক্ষত চিহ্নগুলো ফুটে উঠতে শুরু করেছে।

জলবায়ু পরিবর্তন বিশেষ করে বৈশ্বিক উষ্ণতার কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায়, মানুষকে এখন সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলে বলছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে তীব্র দাবদাহ, খরা, দাবানলের সঙ্গে বেড়ে চলছে অতি বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়। আর এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো বদ্বীপ দেশগুলো।

গত রোববার রাত আটটার দিকে উপকূলে আছড়ে পরার ব্যাপক তাণ্ডব চালাতে শুরু করে রিমাল। আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিলেও, প্রায় ৩৬ ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়।

১৫ বছর আগে বাংলাদেশের ভূমিতে ঘূর্ণিঝড় আইলা যে প্রলয় চালিয়েছিল, রিমালের দীর্ঘসময় ধরে চালানো তাণ্ডবেও একই রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারের সংশ্লিষ্টরা কর্মকর্তারা মনে করছেন। ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত দেড় লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত দেড় লাখ বাড়ি।

পরিবেশবিদ সোসাইটির সভাপতি এ.কে.এম. হুমায়ুন কবীর দেওয়ান বলেন, নিজেকে নিশ্চিহ্ন করে অকৃপণভাবে বারবার বুক পেতে মানুষকে রক্ষা করছে সুন্দরবন। এর আগে ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুল, ২০২০ সালে সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডব থেকে সুন্দরবন উপকূলে বসবাস ৩০ লক্ষাধিক মানুষকে বাঁচিয়ে দিয়েছে এই সুন্দরবন।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবন এলাকায় প্রায় সাড়ে চার হাজার গাছ ক্ষতিগ্রস্ত ও প্রায় ৭২ হেক্টর জমির সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই গাছ না থাকলে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতো বলে ধারণা পরিবেশ বিশেষজ্ঞদের।

সরকারের পক্ষ থেকে প্রাথমিক হিসাবে বলা হচ্ছে, প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৭ লাখ মানুষ। আর কেড়ে নিয়েছে ২১টি প্রাণ।

প্রবল জোয়ারের তোড়ে বহু জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ উপকূলের বহু এলাকা। জলোচ্ছ্বাসের ১০ থেকে ১২ ফুট পানির নিচে তলিয়ে যায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা সেখানে। ভেসে গেছে উপকূলের বহু মাছের ঘের, প্লাবিত হওয়া উপকূলের নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে লবণাক্ত পানি।

রিমাল মোকাবেলা প্রসঙ্গে দুর্যোগ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, আমরা সফল ভাবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলা করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে যার ফলে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (২৮ মে) থেকেই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করার কথা বলেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের দেয়া তথ্যানুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়ার কথা বললেও বিকেল হতে হতেই জানা যায় রিমালের আঘাতে মারা যান মোট ২১ জন।

তিনি বলেন, আমরা সরকারের সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগ পূর্ব কার্যক্রম পরিচালনা করেছি এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিয়েছে এবং আগাম কার্যাবলী ও সাড়া প্রদানে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করেছে। আমরা আঞ্চলিক বিশেষায়িত আবহওয়া কেন্দ্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছি। এর পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক পূর্বাভাস মডেল নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পটুয়াখালীতে ৩ জন, চট্টগ্রামে ২ জন, ঢাকায় ৪ জন, ভোলায় ৩ জন, বরিশালে ৩ জন এবং খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬ কোটি ৮৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ১৫ জেলায় জিআর (ক্যাশ) ৩ কোটি ৮৫ লাখ নগদ টাকা, ৫ হাজার ৫শ’ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ ও গৃহপালিত পশুর খাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

back to top