মহাসড়কের পাশে কথা বলার সময় বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ জুন) সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। রত্না বিবিরপুকুরে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। ওই সময় একই গ্রামের বাসিন্দা সৈকত গরুর দুধ বিক্রি করতে বাজারে যান। রত্না এবং সৈকতের বাড়ি একই গ্রামে হওয়ায় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ঢাকাগামী কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। পরে স্থানীয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার, ২৩ জুন ২০২৪
মহাসড়কের পাশে কথা বলার সময় বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ জুন) সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। রত্না বিবিরপুকুরে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। ওই সময় একই গ্রামের বাসিন্দা সৈকত গরুর দুধ বিক্রি করতে বাজারে যান। রত্না এবং সৈকতের বাড়ি একই গ্রামে হওয়ায় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ঢাকাগামী কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। পরে স্থানীয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।