গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। শনিবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমরা চাই আলোচনার মাধ্যমে চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা হোক। আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক। আর কারো মায়ের বুক যেন খালি না হয়।"
আন্দোলনের সময় তার ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে হত্যা করা হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা করে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি দেশপ্রেমিক আর কেউ হতে পারে না। ভাঙচুর না করে, মায়ের বুক খালি না করে শান্ত থেকে তার সঙ্গে আলোচনা করে পরিস্থিতির সমাধান করতে হবে।"
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফেরার সময় ভোর থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ বিমানবন্দর এলাকায় জড়ো হন। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত তার সহযোগী জুয়েল মোল্লার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এরপর গাড়ি বহর নিয়ে ছয়দানা এলাকায় তার নিজ বাসভবনে ফিরে আসেন।
শনিবার, ০৩ আগস্ট ২০২৪
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। শনিবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমরা চাই আলোচনার মাধ্যমে চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা হোক। আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক। আর কারো মায়ের বুক যেন খালি না হয়।"
আন্দোলনের সময় তার ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে হত্যা করা হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা করে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি দেশপ্রেমিক আর কেউ হতে পারে না। ভাঙচুর না করে, মায়ের বুক খালি না করে শান্ত থেকে তার সঙ্গে আলোচনা করে পরিস্থিতির সমাধান করতে হবে।"
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফেরার সময় ভোর থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ বিমানবন্দর এলাকায় জড়ো হন। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত তার সহযোগী জুয়েল মোল্লার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এরপর গাড়ি বহর নিয়ে ছয়দানা এলাকায় তার নিজ বাসভবনে ফিরে আসেন।