প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার (৫ আগষ্ট) বিকাল থেকে কক্সবাজারের বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি হোটেল মোটেল জোনেও ব্যাপক ভাংচুর চালানো হচ্ছে।
আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ শহরের বিভিন্ন এলাকায় যান। সেখানে শহরের লালদিঘি পাড়ে অবস্থিত কক্সবাজার জেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়, সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি মৃত একেএম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদারের বাড়িতে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া কক্সবাজার সদর থানা, ট্রাফিক পুলিশ বক্সসহ অসংখ্য সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ছাত্রজনতার লাগাতার আন্দোলনে পরাজিত হয়ে দল থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেই আনন্দে সারাদেশের মতো কক্সবাজারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে চরম আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে। পাড়ায় পাড়ায় চলছে মিষ্টি বিতরণ।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সদর থানা ও ট্রাফিক পুলিশ বক্সসহ সরকারি বিভিন্ন স্থানে ভাঙচুর হয়েছে।
সোমবার, ০৫ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার (৫ আগষ্ট) বিকাল থেকে কক্সবাজারের বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি হোটেল মোটেল জোনেও ব্যাপক ভাংচুর চালানো হচ্ছে।
আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ শহরের বিভিন্ন এলাকায় যান। সেখানে শহরের লালদিঘি পাড়ে অবস্থিত কক্সবাজার জেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়, সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি মৃত একেএম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদারের বাড়িতে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া কক্সবাজার সদর থানা, ট্রাফিক পুলিশ বক্সসহ অসংখ্য সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ছাত্রজনতার লাগাতার আন্দোলনে পরাজিত হয়ে দল থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেই আনন্দে সারাদেশের মতো কক্সবাজারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে চরম আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে। পাড়ায় পাড়ায় চলছে মিষ্টি বিতরণ।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সদর থানা ও ট্রাফিক পুলিশ বক্সসহ সরকারি বিভিন্ন স্থানে ভাঙচুর হয়েছে।