সারা দেশের মতো এক সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বান্দরবানের নাইক্ষংছড়ি থানায় পুনরায় পুলিশ কার্যক্রম শুরু হয়েছে। নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দেশের পটপরিবর্তনের কারণে নিরাপত্তাহীনতার মধ্যে নাইক্ষংছড়ি থানার কার্যক্রমও বন্ধ ছিল। সোমবার থেকে তিনি উপরের নির্দেশনা অনুযায়ী থানার কার্যক্রম পুনরায় শুরু করেন।
স্থানীয়দের মতে, দেশে ছাত্র সমাজের বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন ঘটনা ঘটে এবং সরকারের পতনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এতে করে সারা দেশে পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং জনজীবন অনিরাপদ হয়ে পড়ে। পুলিশ পোষাক পরিহিত পুলিশরা দায়িত্ব পালন বন্ধ করে দেয় এবং থানার গেটগুলো লক করে দেওয়া হয়।
এ অবস্থায় প্রান্তিক জনগণ চরম দুর্ভোগে পড়েন এবং রাজনৈতিক কর্মী ও ছাত্ররা নিরাপত্তার চেষ্টা করেন। অপরাধী চক্র বিভিন্ন সুযোগ নিয়ে দখলবাজি এবং সংঘাতের চেষ্টা করে।
অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশ দেয় এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। রোববারের ঘোষণার পর নাইক্ষংছড়ি থানা পুলিশ কার্যক্রম পুনরায় শুরু করে।
সোমবার দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ডিউটি অফিসার মরিয়ম আক্তার একটি অস্ত্রসহ ধৃত যুবকের ঘটনা এন্ট্রি করছেন। পুলিশ পোষাক পরিহিত সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং অফিসার ইনচার্জ নিজ কার্যালয়ে ব্যস্ত রয়েছেন। তিনি জানান, কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু অভিযোগ পেয়েছেন। বিজিবি অস্ত্রসহ একজন যুবককে থানায় সোপর্দ করেছে এবং জমি-জমা সংক্রান্ত একটি খুনের বিষয়ে পুলিশ লাশ উদ্ধার করে ব্যবস্থা নিচ্ছে।
সোমবার, ১২ আগস্ট ২০২৪
সারা দেশের মতো এক সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বান্দরবানের নাইক্ষংছড়ি থানায় পুনরায় পুলিশ কার্যক্রম শুরু হয়েছে। নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দেশের পটপরিবর্তনের কারণে নিরাপত্তাহীনতার মধ্যে নাইক্ষংছড়ি থানার কার্যক্রমও বন্ধ ছিল। সোমবার থেকে তিনি উপরের নির্দেশনা অনুযায়ী থানার কার্যক্রম পুনরায় শুরু করেন।
স্থানীয়দের মতে, দেশে ছাত্র সমাজের বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন ঘটনা ঘটে এবং সরকারের পতনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এতে করে সারা দেশে পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং জনজীবন অনিরাপদ হয়ে পড়ে। পুলিশ পোষাক পরিহিত পুলিশরা দায়িত্ব পালন বন্ধ করে দেয় এবং থানার গেটগুলো লক করে দেওয়া হয়।
এ অবস্থায় প্রান্তিক জনগণ চরম দুর্ভোগে পড়েন এবং রাজনৈতিক কর্মী ও ছাত্ররা নিরাপত্তার চেষ্টা করেন। অপরাধী চক্র বিভিন্ন সুযোগ নিয়ে দখলবাজি এবং সংঘাতের চেষ্টা করে।
অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশ দেয় এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। রোববারের ঘোষণার পর নাইক্ষংছড়ি থানা পুলিশ কার্যক্রম পুনরায় শুরু করে।
সোমবার দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ডিউটি অফিসার মরিয়ম আক্তার একটি অস্ত্রসহ ধৃত যুবকের ঘটনা এন্ট্রি করছেন। পুলিশ পোষাক পরিহিত সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং অফিসার ইনচার্জ নিজ কার্যালয়ে ব্যস্ত রয়েছেন। তিনি জানান, কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু অভিযোগ পেয়েছেন। বিজিবি অস্ত্রসহ একজন যুবককে থানায় সোপর্দ করেছে এবং জমি-জমা সংক্রান্ত একটি খুনের বিষয়ে পুলিশ লাশ উদ্ধার করে ব্যবস্থা নিচ্ছে।