সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা বাসটির যাত্রী বলে জানা গেছে।
শনিবার ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ শহরের ধানবান্দি এলাকার বাসিন্দা বাসটির সুপারভাইজার রইস উদ্দিন (৬২) তার ছেলে শাহরিয়ার রিপু (২৭) এবং বাসটির যাত্রী চন্দন শেখর (৩৬), তিনি শহরের বনবাড়িয়া এলাকার বাসিন্দা।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের বাসটি ভোরে সেতুর ১৩নম্বর পিলারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত এবং দশ জন আহত হন।
তিনি বলেন, সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ দুর্ঘটনার কারণে সেতুর ঢাকামুখি লেনে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে গেছে।
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা বাসটির যাত্রী বলে জানা গেছে।
শনিবার ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ শহরের ধানবান্দি এলাকার বাসিন্দা বাসটির সুপারভাইজার রইস উদ্দিন (৬২) তার ছেলে শাহরিয়ার রিপু (২৭) এবং বাসটির যাত্রী চন্দন শেখর (৩৬), তিনি শহরের বনবাড়িয়া এলাকার বাসিন্দা।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের বাসটি ভোরে সেতুর ১৩নম্বর পিলারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত এবং দশ জন আহত হন।
তিনি বলেন, সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ দুর্ঘটনার কারণে সেতুর ঢাকামুখি লেনে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে গেছে।