টেকনাফ নাফ নদীর
কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলের ঠেলা জালে মধ্যে পাওয়া গেছে প্রাইমিং করা একটি গ্রেনেড।
আজ রোববার সকাল ৯ টার দিকে টেকনাফের সারাংয়ের নাফ নদীতে স্থানীয় জেলে ওমর ফারুকের ঠেলা জালে গ্রেনেডটি পাওয়া যায়। পরে সেটি স্থানীয় লোকজন সাবরাং বিওপিতে জমা দেয়। স্থানীয়রা জেলেরা ধারণা করছেন,এটি মিয়ানমারের চলমান যুদ্ধের বোমা হতে পারে। ওখান থেকে এটি ভেসে
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, জেলেটি নাফ নদীতে মাছ শিকার করতে গিয়েছিল।
এসময় তার ঠেলা জালের মধ্যে ঢুকে যায়। জালের ব্যাগটি খুলে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেলে,তারা গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা জমা দেয় । পরবর্তীতে সেটি রামু আর্মি ক্যান্টনমেন্ট পাঠিয়ে ধ্বংস করা হবে।
নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ওমর ফারুক বলেন, আমি প্রতিদিনের ন্যায় মাছ ধরতে গেলে জালে একটি ব্যাগ পাই। পরে ব্যাগ খুললে একটি গ্রেনেড পাওয়া যায়। আমার ধারণা এটি মিয়ানমার থেকে ভেসে এসেছে।
টেকনাফ নাফ নদীর
রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলের ঠেলা জালে মধ্যে পাওয়া গেছে প্রাইমিং করা একটি গ্রেনেড।
আজ রোববার সকাল ৯ টার দিকে টেকনাফের সারাংয়ের নাফ নদীতে স্থানীয় জেলে ওমর ফারুকের ঠেলা জালে গ্রেনেডটি পাওয়া যায়। পরে সেটি স্থানীয় লোকজন সাবরাং বিওপিতে জমা দেয়। স্থানীয়রা জেলেরা ধারণা করছেন,এটি মিয়ানমারের চলমান যুদ্ধের বোমা হতে পারে। ওখান থেকে এটি ভেসে
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, জেলেটি নাফ নদীতে মাছ শিকার করতে গিয়েছিল।
এসময় তার ঠেলা জালের মধ্যে ঢুকে যায়। জালের ব্যাগটি খুলে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেলে,তারা গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা জমা দেয় । পরবর্তীতে সেটি রামু আর্মি ক্যান্টনমেন্ট পাঠিয়ে ধ্বংস করা হবে।
নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ওমর ফারুক বলেন, আমি প্রতিদিনের ন্যায় মাছ ধরতে গেলে জালে একটি ব্যাগ পাই। পরে ব্যাগ খুললে একটি গ্রেনেড পাওয়া যায়। আমার ধারণা এটি মিয়ানমার থেকে ভেসে এসেছে।