বান্দরবানের নাইক্ষংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের এর একটি বিশেষ টহল দলের অভিযানে ১ভরি ৬আনা স্বর্ণের পাত, বেশ কিছু মায়নমারের টাকা ও বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বাংলাদেশি পন্য সহ
মিউলাই ওয়া(২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)নামের ২ জন মায়ানমার নাগরিক আটক হয়েছে বিজিবি। বিজিবির দায়িত্বশীল সূত্রে সাংবাদিকদের জানিয়েছে,মঙ্গলবার রাতে সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি সাকিন নামক এলাকায় বিজিবির চেকপোস্টে স্বর্ণালংকার ও মায়নমারের ৩৮ হাজার টাকা,বাংলাদেশি ৫৫ হাজার টাকা ও বাংলাদেশি তৈরি বিভিন্ন প্রকারের পন্য সহ
ওই ২ মায়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।
এদিকে মাদক ও যেকোন অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
বান্দরবানের নাইক্ষংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের এর একটি বিশেষ টহল দলের অভিযানে ১ভরি ৬আনা স্বর্ণের পাত, বেশ কিছু মায়নমারের টাকা ও বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বাংলাদেশি পন্য সহ
মিউলাই ওয়া(২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)নামের ২ জন মায়ানমার নাগরিক আটক হয়েছে বিজিবি। বিজিবির দায়িত্বশীল সূত্রে সাংবাদিকদের জানিয়েছে,মঙ্গলবার রাতে সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি সাকিন নামক এলাকায় বিজিবির চেকপোস্টে স্বর্ণালংকার ও মায়নমারের ৩৮ হাজার টাকা,বাংলাদেশি ৫৫ হাজার টাকা ও বাংলাদেশি তৈরি বিভিন্ন প্রকারের পন্য সহ
ওই ২ মায়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।
এদিকে মাদক ও যেকোন অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।