গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের তিন ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুর সাড়ে ১২ টায় গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন সংবাদকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়ক থেকে কারখানার ভিতরে চলে গেছে। এখন শ্রমিকদের সাথে মালিকপক্ষের আলোচনা চলছে।
জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক জুলাই মাসের বেতনের দাবিতে সকাল আটটায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করে। এরপর সাড়ে নয়টার সময় মিছিল সহকারে রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের তিন ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুর সাড়ে ১২ টায় গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন সংবাদকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়ক থেকে কারখানার ভিতরে চলে গেছে। এখন শ্রমিকদের সাথে মালিকপক্ষের আলোচনা চলছে।
জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক জুলাই মাসের বেতনের দাবিতে সকাল আটটায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করে। এরপর সাড়ে নয়টার সময় মিছিল সহকারে রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।