কক্সবাজারের রামুতে পুকুরে গোসল করতে নেমে বৈদ্যুতিক শর্টসার্কিটে রশিদ উল্লাহ (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে রামু ফকিরা বাজার কাপড়পট্টি জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুস। তিনি বলেন, প্রতিদিন ওই পুকুরে অনেক শিশুরা গোসল করতে নামে। আজকেও সাঁতার কাটতে গিয়ে পার্শ্বের একটি বৈদ্যুতিক ক্যাবলে হাত দিলে শর্টসার্কিট হয়ে পানিতে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
নিহত শিশু রশিদ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত সব্বির আহমদের ছেলে। ৩ বছর ধরে তারা রামু বাজারস্থ ইয়াছমিনের ভাড়া বাসায় বসবাস করছেন।
রশিদের মা রেহেনা বেগম কান্নারত অবস্থায় বলেন, সন্তানদের বাবা সব্বির আহমেদ ১ বছর ২ মাস আগে ক্যান্সারে মারা গেছে। চার সন্তানের মধ্যে সবার বড় ছিল রশিদ।
এদিকে বড় সন্তানকে হারিয়ে রেহেনা বেগমের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারের রামুতে পুকুরে গোসল করতে নেমে বৈদ্যুতিক শর্টসার্কিটে রশিদ উল্লাহ (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে রামু ফকিরা বাজার কাপড়পট্টি জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুস। তিনি বলেন, প্রতিদিন ওই পুকুরে অনেক শিশুরা গোসল করতে নামে। আজকেও সাঁতার কাটতে গিয়ে পার্শ্বের একটি বৈদ্যুতিক ক্যাবলে হাত দিলে শর্টসার্কিট হয়ে পানিতে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
নিহত শিশু রশিদ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত সব্বির আহমদের ছেলে। ৩ বছর ধরে তারা রামু বাজারস্থ ইয়াছমিনের ভাড়া বাসায় বসবাস করছেন।
রশিদের মা রেহেনা বেগম কান্নারত অবস্থায় বলেন, সন্তানদের বাবা সব্বির আহমেদ ১ বছর ২ মাস আগে ক্যান্সারে মারা গেছে। চার সন্তানের মধ্যে সবার বড় ছিল রশিদ।
এদিকে বড় সন্তানকে হারিয়ে রেহেনা বেগমের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।