শেরপুরের নকলা উপজেলার পোশাক শ্রমিক শফিক মিয়ার লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের মতে, গত ৪ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শফিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেদিন রাতেই তার পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যায় এবং পরদিন তাকে দাফন করা হয়।
শফিকের চাচাতো ভাই আবু হানিফ ২৩ আগস্ট সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে শফিকের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।
শফিক মিয়া নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন এবং তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার মৃত্যুতে পরিবারের ওপর অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে।
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
শেরপুরের নকলা উপজেলার পোশাক শ্রমিক শফিক মিয়ার লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের মতে, গত ৪ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শফিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেদিন রাতেই তার পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যায় এবং পরদিন তাকে দাফন করা হয়।
শফিকের চাচাতো ভাই আবু হানিফ ২৩ আগস্ট সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে শফিকের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।
শফিক মিয়া নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন এবং তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার মৃত্যুতে পরিবারের ওপর অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে।